১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করলো যুক্তরাজ্য এই সপ্তাহে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জানুন কখন কোথায় খেলবে দুই বিশ্বচ্যাম্পিয়ন অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিশেষ অতিথি মেসি ও আর্জেন্টিনা দল ইউক্রেনে রুশ ড্রোন আটকাতে ফ্রান্সের পুরনো মাছ ধরার জাল ব্যবহৃত হচ্ছে মায়েরা কাজ করবে ৫ ঘণ্টা, বাকি ৩ ঘণ্টার বেতন দেবে সরকার: জামায়াত আমির পাকিস্তানে আদালতের বাইরে বিস্ফোরণ, নিহত ১২ সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি ট্রাম্পের স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ২ হাজার ৫০৭ টাকা সিরিয়ার স্থিতিশীলতায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস ট্রাম্পের

অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 178

ছবি সংগৃহীত

 

দেশজুড়ে লাগাতার অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগ বাড়িয়ে তোলায় সতর্কতা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি ও বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান এবং মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলোতে অগ্নি দুর্ঘটনা এড়াতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

রোববার জারি করা নোটিশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস ত্যাগের আগে সংশ্লিষ্ট কক্ষের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ রাখা এবং এসির প্লাগ খুলে রাখা বাধ্যতামূলক করতে হবে।

বিজ্ঞাপন

মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত নোটিশে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়েছে। নোটিশটি দেশের সব সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং মাউশির আঞ্চলিক কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এ সতর্কতা জারি করা হয়েছে। গত ১৪ অক্টোবর মিরপুরের শিয়ালবাড়ির একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়। ১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি তোয়ালে কারখানায় আগুন লাগে, যা নিয়ন্ত্রণে আনতে সাড়ে ১৭ ঘণ্টা সময় লাগে। সর্বশেষ ১৮ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে, যা নেভাতে সময় লাগে ২৭ ঘণ্টা।

অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতা ও সতর্কতা নেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছে মাউশি।

 

নিউজটি শেয়ার করুন

অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি

আপডেট সময় ১০:৪৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

 

দেশজুড়ে লাগাতার অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগ বাড়িয়ে তোলায় সতর্কতা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি ও বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান এবং মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলোতে অগ্নি দুর্ঘটনা এড়াতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

রোববার জারি করা নোটিশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস ত্যাগের আগে সংশ্লিষ্ট কক্ষের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ রাখা এবং এসির প্লাগ খুলে রাখা বাধ্যতামূলক করতে হবে।

বিজ্ঞাপন

মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত নোটিশে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়েছে। নোটিশটি দেশের সব সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং মাউশির আঞ্চলিক কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এ সতর্কতা জারি করা হয়েছে। গত ১৪ অক্টোবর মিরপুরের শিয়ালবাড়ির একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়। ১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি তোয়ালে কারখানায় আগুন লাগে, যা নিয়ন্ত্রণে আনতে সাড়ে ১৭ ঘণ্টা সময় লাগে। সর্বশেষ ১৮ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে, যা নেভাতে সময় লাগে ২৭ ঘণ্টা।

অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতা ও সতর্কতা নেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছে মাউশি।