১২:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করলো যুক্তরাজ্য এই সপ্তাহে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জানুন কখন কোথায় খেলবে দুই বিশ্বচ্যাম্পিয়ন অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিশেষ অতিথি মেসি ও আর্জেন্টিনা দল ইউক্রেনে রুশ ড্রোন আটকাতে ফ্রান্সের পুরনো মাছ ধরার জাল ব্যবহৃত হচ্ছে মায়েরা কাজ করবে ৫ ঘণ্টা, বাকি ৩ ঘণ্টার বেতন দেবে সরকার: জামায়াত আমির পাকিস্তানে আদালতের বাইরে বিস্ফোরণ, নিহত ১২ সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি ট্রাম্পের স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ২ হাজার ৫০৭ টাকা সিরিয়ার স্থিতিশীলতায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস ট্রাম্পের

আলেপ্পোতে যুদ্ধবিরতি: সিরীয় সেনা ও কুর্দি বাহিনীর সংঘর্ষের অবসান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 103

ছবি সংগৃহীত

 

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষের পর অবশেষে সিরীয় সরকারি বাহিনী (Syrian Army) ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (SDF)-এর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে।

এই সংঘর্ষটি মূলত সেপ্টেম্বরের শেষ দিক থেকে শুরু হয়। সংঘর্ষের শুরু থেকই দুই পক্ষই আলেপ্পোর উত্তর ও পূর্বাঞ্চলের কৌশলগত এলাকাগুলোর নিয়ন্ত্রণ এবং তেলসমৃদ্ধ কিছু কৌশলগত স্থান দখলে নেওয়ার জন্য লড়াই শুরু করে।

বিজ্ঞাপন

তবে আন্তর্জাতিক চাপ ও রুশ মধ্যস্থতায় উভয় পক্ষই আলোচনায় বসে। অবশেষে অক্টোবরের প্রথম সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়।

চুক্তি অনুযায়ী —

১. উভয় পক্ষই নিজেদের অবস্থান থেকে ভারী অস্ত্র সরিয়ে নেবে।
২.নিরাপত্তা করিডর তৈরি করে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া হবে। এবং,
৩. রাশিয়া ও জাতিসংঘের প্রতিনিধি দল এই যুদ্ধবিরতির কার্যকারিতা পর্যবেক্ষণ করবে।

বিশ্লেষকদের মতে, এই সমঝোতা আলেপ্পো অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে। তবে স্থায়ী শান্তি নির্ভর করবে দুই পক্ষের পারস্পরিক আস্থার ওপর।

 

নিউজটি শেয়ার করুন

আলেপ্পোতে যুদ্ধবিরতি: সিরীয় সেনা ও কুর্দি বাহিনীর সংঘর্ষের অবসান

আপডেট সময় ০৪:৪১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

 

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষের পর অবশেষে সিরীয় সরকারি বাহিনী (Syrian Army) ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (SDF)-এর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে।

এই সংঘর্ষটি মূলত সেপ্টেম্বরের শেষ দিক থেকে শুরু হয়। সংঘর্ষের শুরু থেকই দুই পক্ষই আলেপ্পোর উত্তর ও পূর্বাঞ্চলের কৌশলগত এলাকাগুলোর নিয়ন্ত্রণ এবং তেলসমৃদ্ধ কিছু কৌশলগত স্থান দখলে নেওয়ার জন্য লড়াই শুরু করে।

বিজ্ঞাপন

তবে আন্তর্জাতিক চাপ ও রুশ মধ্যস্থতায় উভয় পক্ষই আলোচনায় বসে। অবশেষে অক্টোবরের প্রথম সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়।

চুক্তি অনুযায়ী —

১. উভয় পক্ষই নিজেদের অবস্থান থেকে ভারী অস্ত্র সরিয়ে নেবে।
২.নিরাপত্তা করিডর তৈরি করে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া হবে। এবং,
৩. রাশিয়া ও জাতিসংঘের প্রতিনিধি দল এই যুদ্ধবিরতির কার্যকারিতা পর্যবেক্ষণ করবে।

বিশ্লেষকদের মতে, এই সমঝোতা আলেপ্পো অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে। তবে স্থায়ী শান্তি নির্ভর করবে দুই পক্ষের পারস্পরিক আস্থার ওপর।