০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
শিরোনাম :
জাতীয় নির্বাচনের দিন গণভোট শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করলো যুক্তরাজ্য এই সপ্তাহে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জানুন কখন কোথায় খেলবে দুই বিশ্বচ্যাম্পিয়ন অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিশেষ অতিথি মেসি ও আর্জেন্টিনা দল ইউক্রেনে রুশ ড্রোন আটকাতে ফ্রান্সের পুরনো মাছ ধরার জাল ব্যবহৃত হচ্ছে মায়েরা কাজ করবে ৫ ঘণ্টা, বাকি ৩ ঘণ্টার বেতন দেবে সরকার: জামায়াত আমির পাকিস্তানে আদালতের বাইরে বিস্ফোরণ, নিহত ১২ সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি ট্রাম্পের

বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি করছে, এদের প্রতিহত করুন: মির্জা আব্বাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 62

ছবি সংগৃহীত

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আশঙ্কা প্রকাশ করে বলেছেন, কিছু কালপ্রিটের কারণে দলের বদনাম হতে পারে। তাই খারাপ লোককে দলে নেওয়া যাবে না। প্রয়োজনে কেউ সদস্য হবে না, তবুও দুষ্ট মানুষের ঠাঁই হবে না বিএনপিতে।

রোববার (২৯ জুন) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, দেশে এবং দলের ভেতরে কিছু কালপ্রিট বিএনপির নাম খারাপ করার চেষ্টা করছে। কিন্তু তা কোনোভাবে হতে দেয়া হবে না। তিনি অভিযোগ করে বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ কেউ চাঁদাবাজি করছে। এদের প্রতিহত করার নির্দেশ তিনি নেতাকর্মীদের দিয়েছেন। এমনকি তার নিজের নাম ব্যবহার করেও কেউ চাঁদাবাজি করলে সঙ্গে সঙ্গে পুলিশে ধরিয়ে দিতে বলেছেন।

দলের শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়ে মির্জা আব্বাস বলেন, প্রয়োজনে বিএনপির নতুন কোনো সদস্য নেওয়া হবে না, কিন্তু অযোগ্য ও খারাপ চরিত্রের কাউকে দলে ঢোকানো হবে না। তিনি উল্লেখ করেন, “দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একেকজন একেক ধরনের দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। আনুপাতিক পদ্ধতির নামে একটি গোষ্ঠী জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাচ্ছে।

দেশপ্রেমিক মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “যারা দেশকে ভালোবাসেন, তারা একসঙ্গে আসুন। সমাবেশে দাঁড়িয়ে বিভ্রান্তিকর কথা বলবেন না।”

মির্জা আব্বাস স্পষ্ট করে দেন, কোনো রকম সহিংসতা বা সংঘর্ষে বিএনপি যেতে চায় না। তিনি বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দলের কার্যক্রম চালিয়ে যেতে চান তারা।

সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সদস্য নবায়ন কার্যক্রমের নানা দিক নিয়ে আলোচনা করেন। মির্জা আব্বাস নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

 

নিউজটি শেয়ার করুন

বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি করছে, এদের প্রতিহত করুন: মির্জা আব্বাস

আপডেট সময় ০৪:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আশঙ্কা প্রকাশ করে বলেছেন, কিছু কালপ্রিটের কারণে দলের বদনাম হতে পারে। তাই খারাপ লোককে দলে নেওয়া যাবে না। প্রয়োজনে কেউ সদস্য হবে না, তবুও দুষ্ট মানুষের ঠাঁই হবে না বিএনপিতে।

রোববার (২৯ জুন) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, দেশে এবং দলের ভেতরে কিছু কালপ্রিট বিএনপির নাম খারাপ করার চেষ্টা করছে। কিন্তু তা কোনোভাবে হতে দেয়া হবে না। তিনি অভিযোগ করে বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ কেউ চাঁদাবাজি করছে। এদের প্রতিহত করার নির্দেশ তিনি নেতাকর্মীদের দিয়েছেন। এমনকি তার নিজের নাম ব্যবহার করেও কেউ চাঁদাবাজি করলে সঙ্গে সঙ্গে পুলিশে ধরিয়ে দিতে বলেছেন।

দলের শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়ে মির্জা আব্বাস বলেন, প্রয়োজনে বিএনপির নতুন কোনো সদস্য নেওয়া হবে না, কিন্তু অযোগ্য ও খারাপ চরিত্রের কাউকে দলে ঢোকানো হবে না। তিনি উল্লেখ করেন, “দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একেকজন একেক ধরনের দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। আনুপাতিক পদ্ধতির নামে একটি গোষ্ঠী জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাচ্ছে।

দেশপ্রেমিক মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “যারা দেশকে ভালোবাসেন, তারা একসঙ্গে আসুন। সমাবেশে দাঁড়িয়ে বিভ্রান্তিকর কথা বলবেন না।”

মির্জা আব্বাস স্পষ্ট করে দেন, কোনো রকম সহিংসতা বা সংঘর্ষে বিএনপি যেতে চায় না। তিনি বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দলের কার্যক্রম চালিয়ে যেতে চান তারা।

সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সদস্য নবায়ন কার্যক্রমের নানা দিক নিয়ে আলোচনা করেন। মির্জা আব্বাস নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।