ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতার তিন দিনের রিমান্ড, গ্রেপ্তার দেখানো হলো আরও এক নেত্রীকে সরকারি তিন দপ্তরে শীর্ষ পদে রদবদল শক্তিশালী ষড়যন্ত্রের ছায়ায় বেলুচিস্তানে ট্রেন ছিনতাই, রাষ্ট্রীয় শক্তির জড়িত থাকা নিয়ে সন্দেহ বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দুই বিভাগে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি দুইবার ‘কার্ডিয়াক অ্যারেস্টে’, অবস্থা আরো অবনতির পথে রংপুরে একযুগ পর শিবির নেতা আশিকুর রহমান হত্যার বিচার চেয়ে আ. লীগের দুই সাবেক এমপির নামে মামলা বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ সিগারেটের ব্যবহার কমানোর জন্য ট্যাক্স বাড়ানো যথেষ্ট নয়: শফিকুল আলম শাহবাগীদের কারণে ‘গডমাদার অফ ফ্যাসিজম’ হলেন হাসিনা: শিবির সভাপতি ঝিনাইদহের শৈলকুপায় দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১৪

আমিনবাজার পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

সাভারের আমিনবাজারে অবস্থিত পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে এই আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, ঘটনার খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট সেখানে যুক্ত হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

এ ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার ঘটনা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা জানান, আগুন লাগার পরপরই আশপাশের এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা আতঙ্ক সৃষ্টি করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাও ঘটনাস্থলে কাজ করছেন। বিস্তারিত জানতে তদন্ত প্রতিবেদন প্রকাশের অপেক্ষা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, পাওয়ার গ্রিডের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিনির্বাপক ব্যবস্থার আরও উন্নয়ন প্রয়োজন। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
৫০৭ বার পড়া হয়েছে

আমিনবাজার পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

আপডেট সময় ১০:৪৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

 

সাভারের আমিনবাজারে অবস্থিত পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে এই আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, ঘটনার খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট সেখানে যুক্ত হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

এ ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার ঘটনা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা জানান, আগুন লাগার পরপরই আশপাশের এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা আতঙ্ক সৃষ্টি করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাও ঘটনাস্থলে কাজ করছেন। বিস্তারিত জানতে তদন্ত প্রতিবেদন প্রকাশের অপেক্ষা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, পাওয়ার গ্রিডের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিনির্বাপক ব্যবস্থার আরও উন্নয়ন প্রয়োজন। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।