ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রেমাদাসায় তাসকিন–তানজিমের বোলিং তোপে ২৪৪ রানে থামল লঙ্কানরা ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আয়ে ৮.৫৮ শতাংশ প্রবৃদ্ধি, উল্লেখযোগ্য পোশাক খাত জুলাই সনদ দলীয় হলে সার্বজনীনতা হারাবে: আন্দালিভ রহমান পার্থ পাকিস্তানে সরকারি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কমিশনারসহ নিহত ৫, আহত ১১ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টের পতন ঘটলেও ফ্যাসিস্টিক ব্যবস্থা এখনও বিদ্যমান: নাহিদ ইসলাম গণতন্ত্র রক্ষায় বিএনপির ত্যাগ বেশি: তারেক রহমান চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত বৈদ্যুতিক খুঁটিতে ট্রাকের ধাক্কা, গাড়ি কেটে হেলপারকে উদ্ধার উত্তরসূরি নির্ধারণের ক্ষেত্রে কোনো বহিরাগত হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়: দালাই লামা চট্টগ্রাম বন্দর পরিচালনায় নৌবাহিনীর দক্ষতার ওপর আস্থা রয়েছে: নৌপরিবহন উপদেষ্টা

উত্তরসূরি নির্ধারণের ক্ষেত্রে কোনো বহিরাগত হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়: দালাই লামা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 1

ছবি সংগৃহীত

 

 

ভারতে নির্বাসিত তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা সাফ জানিয়েছেন, তার উত্তরসূরি নির্ধারণের ক্ষেত্রে কেবল তার প্রতিষ্ঠিত ‘গাহদেন ফোড্রাং ট্রাস্ট’-ই সিদ্ধান্ত নেবে, এবং এই প্রক্রিয়ায় কোনো বহিরাগত হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। বুধবার প্রকাশিত এক ভিডিও বার্তা ও বিবৃতিতে দালাই লামা বলেন, তার অনুপস্থিতিতে পরবর্তী দালাই লামা নির্বাচিত হবেন তিব্বতীয় বৌদ্ধ ঐতিহ্য ও নিয়ম মেনে।

এই ঘোষণার পর নতুন করে চীনের প্রতিক্রিয়া ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই সিদ্ধান্তকে ‘অবৈধ ও অগ্রহণযোগ্য’ মনে করে। বেইজিংয়ের দাবি, দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনা সরকারের অনুমোদন থাকা বাধ্যতামূলক এবং এই প্রক্রিয়া চীনের আইন ও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী হতে হবে।

চীন আরও উল্লেখ করেছে, ১৭৯২ সালে চালু হওয়া ‘লট ড্রয়িং’ পদ্ধতি মেনে স্বর্ণের পাত্র থেকে নাম বাছাই করে পরবর্তী দালাই লামা নির্বাচন করা উচিত। যদিও এই পদ্ধতি বর্তমান দালাই লামার ক্ষেত্রে প্রয়োগ করা হয়নি। সমালোচকদের মতে, এই প্রক্রিয়ার মাধ্যমে দালাই লামার উত্তরসূরি বাছাইয়ে চীন পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, তবে বেইজিং বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

দালাই লামা তার বক্তব্যে স্পষ্ট করেছেন, পুনর্জন্ম ও উত্তরাধিকার প্রথা আগের মতোই বজায় থাকবে এবং তা সম্পূর্ণভাবে তিব্বতীয় বৌদ্ধ ঐতিহ্যের ভিত্তিতেই পরিচালিত হবে। তিনি বলেন, “পরবর্তী দালাই লামাকে নির্বাচন এবং পুনর্জন্ম শনাক্ত করার পুরো প্রক্রিয়াটি গাহদেন ফোড্রাং ট্রাস্ট-এর অধীনে হবে। এ বিষয়ে অন্য কারো হস্তক্ষেপ আমরা মেনে নেব না।”

এর আগে উত্তর ভারতের ধর্মশালায় তিন দিনব্যাপী ১৫তম তিব্বতীয় ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো তিব্বতীয় ধর্মানুসারী উপস্থিত হন। দলটির মুখপাত্র পেনপা সেরিং জানান, “বিশ্বজুড়ে তিব্বতীয়রা আন্তরিকভাবে দালাই লামাকে অনুরোধ করেছেন যাতে তিনি তার উত্তরসূরি নিয়ে সিদ্ধান্ত বিবেচনা করেন, এবং তিনি সেই অনুরোধে সাড়া দিয়েছেন।”

এছাড়া, দালাই লামার ৯০তম জন্মদিন উপলক্ষে ধর্মশালায় আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে ভারতের কয়েকজন মন্ত্রী, হলিউড অভিনেতা রিচার্ড গেরে এবং বহু অতিথি উপস্থিত ছিলেন। জন্মদিন ঘিরে এক বিশাল জনসমাগমও হয়। অনুষ্ঠানে দালাই লামা বলেন, “একটি কাঠামোর মধ্য দিয়ে আমরা দালাই লামাদের প্রতিষ্ঠান ও ধারাবাহিকতা নিয়ে আলোচনায় যেতে পারি।”

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

উত্তরসূরি নির্ধারণের ক্ষেত্রে কোনো বহিরাগত হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়: দালাই লামা

আপডেট সময় ০৬:৩৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

 

ভারতে নির্বাসিত তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা সাফ জানিয়েছেন, তার উত্তরসূরি নির্ধারণের ক্ষেত্রে কেবল তার প্রতিষ্ঠিত ‘গাহদেন ফোড্রাং ট্রাস্ট’-ই সিদ্ধান্ত নেবে, এবং এই প্রক্রিয়ায় কোনো বহিরাগত হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। বুধবার প্রকাশিত এক ভিডিও বার্তা ও বিবৃতিতে দালাই লামা বলেন, তার অনুপস্থিতিতে পরবর্তী দালাই লামা নির্বাচিত হবেন তিব্বতীয় বৌদ্ধ ঐতিহ্য ও নিয়ম মেনে।

এই ঘোষণার পর নতুন করে চীনের প্রতিক্রিয়া ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই সিদ্ধান্তকে ‘অবৈধ ও অগ্রহণযোগ্য’ মনে করে। বেইজিংয়ের দাবি, দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনা সরকারের অনুমোদন থাকা বাধ্যতামূলক এবং এই প্রক্রিয়া চীনের আইন ও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী হতে হবে।

চীন আরও উল্লেখ করেছে, ১৭৯২ সালে চালু হওয়া ‘লট ড্রয়িং’ পদ্ধতি মেনে স্বর্ণের পাত্র থেকে নাম বাছাই করে পরবর্তী দালাই লামা নির্বাচন করা উচিত। যদিও এই পদ্ধতি বর্তমান দালাই লামার ক্ষেত্রে প্রয়োগ করা হয়নি। সমালোচকদের মতে, এই প্রক্রিয়ার মাধ্যমে দালাই লামার উত্তরসূরি বাছাইয়ে চীন পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, তবে বেইজিং বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

দালাই লামা তার বক্তব্যে স্পষ্ট করেছেন, পুনর্জন্ম ও উত্তরাধিকার প্রথা আগের মতোই বজায় থাকবে এবং তা সম্পূর্ণভাবে তিব্বতীয় বৌদ্ধ ঐতিহ্যের ভিত্তিতেই পরিচালিত হবে। তিনি বলেন, “পরবর্তী দালাই লামাকে নির্বাচন এবং পুনর্জন্ম শনাক্ত করার পুরো প্রক্রিয়াটি গাহদেন ফোড্রাং ট্রাস্ট-এর অধীনে হবে। এ বিষয়ে অন্য কারো হস্তক্ষেপ আমরা মেনে নেব না।”

এর আগে উত্তর ভারতের ধর্মশালায় তিন দিনব্যাপী ১৫তম তিব্বতীয় ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো তিব্বতীয় ধর্মানুসারী উপস্থিত হন। দলটির মুখপাত্র পেনপা সেরিং জানান, “বিশ্বজুড়ে তিব্বতীয়রা আন্তরিকভাবে দালাই লামাকে অনুরোধ করেছেন যাতে তিনি তার উত্তরসূরি নিয়ে সিদ্ধান্ত বিবেচনা করেন, এবং তিনি সেই অনুরোধে সাড়া দিয়েছেন।”

এছাড়া, দালাই লামার ৯০তম জন্মদিন উপলক্ষে ধর্মশালায় আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে ভারতের কয়েকজন মন্ত্রী, হলিউড অভিনেতা রিচার্ড গেরে এবং বহু অতিথি উপস্থিত ছিলেন। জন্মদিন ঘিরে এক বিশাল জনসমাগমও হয়। অনুষ্ঠানে দালাই লামা বলেন, “একটি কাঠামোর মধ্য দিয়ে আমরা দালাই লামাদের প্রতিষ্ঠান ও ধারাবাহিকতা নিয়ে আলোচনায় যেতে পারি।”

সূত্র: বিবিসি