১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
প্রকৃতির হাতে আঁকা ভূমি: নর্থ ডাকোটা ব্যাডল্যান্ড সাংবাদিকতার স্বাধীনতা টিকিয়ে রাখতে আর্থিক ও বুদ্ধিবৃত্তিক স্বনির্ভরতা জরুরি: শফিক রেহমান হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান

রোহিঙ্গা সংকটে একসাথে কাজের অঙ্গীকার বাংলাদেশ ও জাপানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 118

ছবি: সংগৃহীত

 

রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও জাপান। শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওয়ায়া তাকেশি-এর মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের মধ্যকার ‘কৌশলগত অংশীদারিত্ব’ আরও জোরদার করার বিষয়ে ঐকমত্য গড়ে ওঠে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, উভয় পক্ষ অর্থনীতি, উন্নয়ন সহযোগিতা, নিরাপত্তা, জনগণের সঙ্গে যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিস্তৃত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে একমত হয়েছেন।

বিজ্ঞাপন

বিশেষভাবে, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পুনর্বাসন ও প্রত্যাবাসনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশ ঘনিষ্ঠভাবে একযোগে কাজ করার অঙ্গীকার করে। রোহিঙ্গা সংকট দীর্ঘদিন ধরেই বাংলাদেশের জন্য মানবিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত, যেখানে জাপানের সহযোগিতা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

উল্লেখ্য, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর চার দিনের জাপান সফরে সফরসঙ্গী ছিলেন। সফরের অন্যান্য কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীরা বর্তমানে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন।

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গা সংকটে একসাথে কাজের অঙ্গীকার বাংলাদেশ ও জাপানের

আপডেট সময় ০১:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

 

রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও জাপান। শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওয়ায়া তাকেশি-এর মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের মধ্যকার ‘কৌশলগত অংশীদারিত্ব’ আরও জোরদার করার বিষয়ে ঐকমত্য গড়ে ওঠে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, উভয় পক্ষ অর্থনীতি, উন্নয়ন সহযোগিতা, নিরাপত্তা, জনগণের সঙ্গে যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিস্তৃত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে একমত হয়েছেন।

বিজ্ঞাপন

বিশেষভাবে, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পুনর্বাসন ও প্রত্যাবাসনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশ ঘনিষ্ঠভাবে একযোগে কাজ করার অঙ্গীকার করে। রোহিঙ্গা সংকট দীর্ঘদিন ধরেই বাংলাদেশের জন্য মানবিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত, যেখানে জাপানের সহযোগিতা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

উল্লেখ্য, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর চার দিনের জাপান সফরে সফরসঙ্গী ছিলেন। সফরের অন্যান্য কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীরা বর্তমানে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন।