ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১ জন সিলেট-সুনামগঞ্জ সীমান্ত ৫৫ বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে: অন্তর্বর্তী সরকার ট্রাম্প প্রশাসন পুড়িয়ে ফেলছে ৫০০ টন জরুরি খাদ্য গোপালগঞ্জ যেন মুজিববাদীদের ঘাঁটি না হয়ে ওঠে: ঘোষণা নাহিদ ইসলামের গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল ও দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক এনসিপির উত্তেজনায় রণক্ষেত্রে পরিণত গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা রাজনৈতিক নয়, ব্যক্তিগত ও ব্যবসায়িক দ্বন্দ্বে: ডিএমপি গল্প দিয়ে ইতিহাস লেখা যায় না: জাতীয় প্রেসক্লাবে ড. মঈন খানের হুঁশিয়ারি চুয়াডাঙ্গায় জমি বিরোধ নিয়ে পৃথক দুই হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চার ম্যাচ পর জয়ের দেখা পেল ইন্টার মায়ামি, মেসি-সুয়ারেজের জোড়া গোল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 26

ছবি: সংগৃহীত

 

চার ম্যাচ পর জয়ের পথে ফিরেছে ইন্টার মায়ামি। আজ মেজর লিগ সকারে কানাডার ক্লাব মন্ট্রিয়লকে ৪-২ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে মেসি-সুয়ারেজের দল। দলের পক্ষে জোড়া গোল করেছেন দুই তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।

মন্ট্রিয়লের বিপক্ষে এই জয়ের আগে টানা চার ম্যাচ জয়হীন ছিল মায়ামি দুটি ম্যাচে হেরেছিল, বাকি দুটি ছিল ড্র। চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দল মিলে গোল পেয়েছে কেবল একবার। ২৭তম মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন মেসি। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর শট গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি।

দ্বিতীয়ার্ধে জমে ওঠে ম্যাচ। ৬৮তম মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে স্কোরলাইন ২-০ করেন সুয়ারেজ। মাত্র তিন মিনিট পর আবারও জাল খুঁজে পান এই উরুগুইয়ান তারকা, ফলে ব্যবধান দাঁড়ায় ৩-০।

মাত্র একটি জয় নিয়ে টুর্নামেন্টে ধুঁকতে থাকা মন্ট্রিয়ল ৭৪তম মিনিটে দান্তেসিলির গোলে ব্যবধান কমায়। তবে ৮৭ মিনিটে মেসির দ্বিতীয় গোলের মাধ্যমে মায়ামি আবারও লিড বাড়িয়ে নেয়। যোগ করা সময়ে মন্ট্রিয়লের হয়ে ভিক্টর লুটোরি আরেকটি গোল করলেও তা ব্যবধানই শুধু কমিয়েছে।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় কিছুটা এগিয়েছে ইন্টার মায়ামি। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ এখন ২৬ পয়েন্ট, অবস্থান ছয় নম্বরে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার সংগ্রহ ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট। অন্যদিকে, ১৬ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে তলানিতে রয়েছে মন্ট্রিয়ল।

ম্যাচ শেষে সুয়ারেজ বলেন, ‘সম্প্রতি কয়েকটা খারাপ ফলের দায় আমাদের নিতে হবে। আজকের জয়টা আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। এমন ম্যাচ জিতে আমরা নতুনভাবে এগোতে চাই।’

তবে কোচ হাভিয়ের মাচেরানোর চোখে জয় যতটা স্বস্তির, ততটাই চিন্তার কারণ হয়ে উঠেছে দলের কয়েকজন ডিফেন্ডারের চোট। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা কঠিন সময় পার করছিলাম, জয়টা দরকার ছিল। তবে লুজান, অ্যাভিলেস ও জর্দি আলবার চোট আমাদের চিন্তায় ফেলেছে। লুজান ও আলবার পেশির সমস্যা, আর অ্যাভিলেসের অ্যাঙ্কেল চোট রয়েছে। ওদের অবস্থা জানতে আরও একদিন অপেক্ষা করতে হবে।’

মায়ামির পরবর্তী ম্যাচ রোববার কলম্বাসের বিপক্ষে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

চার ম্যাচ পর জয়ের দেখা পেল ইন্টার মায়ামি, মেসি-সুয়ারেজের জোড়া গোল

আপডেট সময় ১২:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

 

চার ম্যাচ পর জয়ের পথে ফিরেছে ইন্টার মায়ামি। আজ মেজর লিগ সকারে কানাডার ক্লাব মন্ট্রিয়লকে ৪-২ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে মেসি-সুয়ারেজের দল। দলের পক্ষে জোড়া গোল করেছেন দুই তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।

মন্ট্রিয়লের বিপক্ষে এই জয়ের আগে টানা চার ম্যাচ জয়হীন ছিল মায়ামি দুটি ম্যাচে হেরেছিল, বাকি দুটি ছিল ড্র। চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দল মিলে গোল পেয়েছে কেবল একবার। ২৭তম মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন মেসি। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর শট গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি।

দ্বিতীয়ার্ধে জমে ওঠে ম্যাচ। ৬৮তম মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে স্কোরলাইন ২-০ করেন সুয়ারেজ। মাত্র তিন মিনিট পর আবারও জাল খুঁজে পান এই উরুগুইয়ান তারকা, ফলে ব্যবধান দাঁড়ায় ৩-০।

মাত্র একটি জয় নিয়ে টুর্নামেন্টে ধুঁকতে থাকা মন্ট্রিয়ল ৭৪তম মিনিটে দান্তেসিলির গোলে ব্যবধান কমায়। তবে ৮৭ মিনিটে মেসির দ্বিতীয় গোলের মাধ্যমে মায়ামি আবারও লিড বাড়িয়ে নেয়। যোগ করা সময়ে মন্ট্রিয়লের হয়ে ভিক্টর লুটোরি আরেকটি গোল করলেও তা ব্যবধানই শুধু কমিয়েছে।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় কিছুটা এগিয়েছে ইন্টার মায়ামি। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ এখন ২৬ পয়েন্ট, অবস্থান ছয় নম্বরে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার সংগ্রহ ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট। অন্যদিকে, ১৬ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে তলানিতে রয়েছে মন্ট্রিয়ল।

ম্যাচ শেষে সুয়ারেজ বলেন, ‘সম্প্রতি কয়েকটা খারাপ ফলের দায় আমাদের নিতে হবে। আজকের জয়টা আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। এমন ম্যাচ জিতে আমরা নতুনভাবে এগোতে চাই।’

তবে কোচ হাভিয়ের মাচেরানোর চোখে জয় যতটা স্বস্তির, ততটাই চিন্তার কারণ হয়ে উঠেছে দলের কয়েকজন ডিফেন্ডারের চোট। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা কঠিন সময় পার করছিলাম, জয়টা দরকার ছিল। তবে লুজান, অ্যাভিলেস ও জর্দি আলবার চোট আমাদের চিন্তায় ফেলেছে। লুজান ও আলবার পেশির সমস্যা, আর অ্যাভিলেসের অ্যাঙ্কেল চোট রয়েছে। ওদের অবস্থা জানতে আরও একদিন অপেক্ষা করতে হবে।’

মায়ামির পরবর্তী ম্যাচ রোববার কলম্বাসের বিপক্ষে অনুষ্ঠিত হবে।