বেবিচকের নতুন চেয়ারম্যান হলেন এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক

- আপডেট সময় ০৩:৫৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 3
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
মোস্তফা মাহমুদ সিদ্দিক দায়িত্ব নিচ্ছেন এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁয়ার স্থলে। গত ২৬ জুন কক্সবাজারে অবস্থানকালে হঠাৎ করেই মঞ্জুর কবীরকে বেবিচক চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গত ৯ আগস্ট মঞ্জুর কবীর ভূঁইয়াকে প্রেষণে বেবিচকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার মাত্র ছয় সপ্তাহ আগে ওই পদে দায়িত্ব পালন করা এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীকে বিমানবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছিল।
নবনিযুক্ত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক চট্টগ্রামের পতেঙ্গায় বিএএফ জহুরুল হক ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং (এওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটির এয়ার অধিনায়কের দায়িত্বে ছিলেন।
উল্লেখযোগ্য যে, দেশের বিমান চলাচল খাতের নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং নীতি নির্ধারণে বেবিচকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন চেয়ারম্যান হিসেবে এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকের নিয়োগে এই খাতের সার্বিক কার্যক্রমে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে কাজ করে আসছেন। তার অভিজ্ঞতা এবং পেশাগত দক্ষতা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নীতি বাস্তবায়ন ও সেবার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
বেবিচকের চেয়ারম্যানের মতো দায়িত্বশীল পদে তার অভিষেককে ঘিরে সংশ্লিষ্ট মহলে ইতোমধ্যে নানা আলোচনা চলছে। বিমান চলাচলের সার্বিক নিরাপত্তা এবং যাত্রী সেবার মান আরও উন্নত করার ক্ষেত্রে তার অভিজ্ঞতা কাজে লাগবে বলে অনেকে মনে করছেন।