ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রেমাদাসায় তাসকিন–তানজিমের বোলিং তোপে ২৪৪ রানে থামল লঙ্কানরা ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আয়ে ৮.৫৮ শতাংশ প্রবৃদ্ধি, উল্লেখযোগ্য পোশাক খাত জুলাই সনদ দলীয় হলে সার্বজনীনতা হারাবে: আন্দালিভ রহমান পার্থ পাকিস্তানে সরকারি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কমিশনারসহ নিহত ৫, আহত ১১ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টের পতন ঘটলেও ফ্যাসিস্টিক ব্যবস্থা এখনও বিদ্যমান: নাহিদ ইসলাম গণতন্ত্র রক্ষায় বিএনপির ত্যাগ বেশি: তারেক রহমান চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত বৈদ্যুতিক খুঁটিতে ট্রাকের ধাক্কা, গাড়ি কেটে হেলপারকে উদ্ধার উত্তরসূরি নির্ধারণের ক্ষেত্রে কোনো বহিরাগত হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়: দালাই লামা চট্টগ্রাম বন্দর পরিচালনায় নৌবাহিনীর দক্ষতার ওপর আস্থা রয়েছে: নৌপরিবহন উপদেষ্টা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের অষ্টম দিনের বৈঠক আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 1

ছবি সংগৃহীত

 

 

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের অষ্টম দিনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার (২ জুলাই)। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ।

বৈঠকে আলোচনার জন্য নতুন তিনটি বিষয় এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান। কমিশন ধারাবাহিক আলোচনার মাধ্যমে দ্রুত সংস্কারের প্রস্তাব চূড়ান্ত করতে আগ্রহী বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, জুলাই মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে একটি ঐকমত্য সনদ তৈরি করার লক্ষ্য রয়েছে কমিশনের। তবে তিনি স্পষ্ট করে বলেন, রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা এবং গঠনমূলক অংশগ্রহণ ছাড়া এই প্রক্রিয়া সফল হবে না।

উল্লেখ্য, কমিশন ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে আসছে। নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং গণতান্ত্রিক ধারা শক্তিশালী করার উদ্দেশ্যেই এই আলোচনাগুলো আয়োজন করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আলোচনা নতুন মাত্রা যোগ করেছে, যা দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সংক্রান্ত বিষয়টি নিয়েও বিভিন্ন মহলে বিতর্ক রয়েছে। এ কারণে কমিশনের আজকের বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।

কমিশন সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মতামত বিস্তারিতভাবে নথিভুক্ত করা হবে এবং সেগুলো চূড়ান্ত প্রস্তাবে অন্তর্ভুক্ত করার চেষ্টা থাকবে।

এদিকে, জাতীয় ঐকমত্য কমিশন জুলাই মাসের মধ্যেই একটি প্রাথমিক খসড়া সনদ প্রকাশের জন্য রাজনৈতিক দলগুলোকে সময়সীমা মনে করিয়ে দিয়েছে।

বৈঠক শেষে সহ-সভাপতি আলী রিয়াজ সাংবাদিকদের সঙ্গে আলাপে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের অষ্টম দিনের বৈঠক আজ

আপডেট সময় ১২:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

 

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের অষ্টম দিনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার (২ জুলাই)। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ।

বৈঠকে আলোচনার জন্য নতুন তিনটি বিষয় এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান। কমিশন ধারাবাহিক আলোচনার মাধ্যমে দ্রুত সংস্কারের প্রস্তাব চূড়ান্ত করতে আগ্রহী বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, জুলাই মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে একটি ঐকমত্য সনদ তৈরি করার লক্ষ্য রয়েছে কমিশনের। তবে তিনি স্পষ্ট করে বলেন, রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা এবং গঠনমূলক অংশগ্রহণ ছাড়া এই প্রক্রিয়া সফল হবে না।

উল্লেখ্য, কমিশন ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে আসছে। নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং গণতান্ত্রিক ধারা শক্তিশালী করার উদ্দেশ্যেই এই আলোচনাগুলো আয়োজন করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আলোচনা নতুন মাত্রা যোগ করেছে, যা দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সংক্রান্ত বিষয়টি নিয়েও বিভিন্ন মহলে বিতর্ক রয়েছে। এ কারণে কমিশনের আজকের বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।

কমিশন সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মতামত বিস্তারিতভাবে নথিভুক্ত করা হবে এবং সেগুলো চূড়ান্ত প্রস্তাবে অন্তর্ভুক্ত করার চেষ্টা থাকবে।

এদিকে, জাতীয় ঐকমত্য কমিশন জুলাই মাসের মধ্যেই একটি প্রাথমিক খসড়া সনদ প্রকাশের জন্য রাজনৈতিক দলগুলোকে সময়সীমা মনে করিয়ে দিয়েছে।

বৈঠক শেষে সহ-সভাপতি আলী রিয়াজ সাংবাদিকদের সঙ্গে আলাপে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।