ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সব দলের এক ইচ্ছা, নির্বাচন চান সবাই – দায়িত্বে থাকুক প্রধান উপদেষ্টা ভোলায় সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধের নির্দেশ দিল ভিয়েতনাম সরকার ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১,৭৪৪ জন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই দক্ষিণ আফ্রিকায় সোনা খনিতে আটকে পড়া ২৬০ শ্রমিক জীবিত উদ্ধার আবার একসঙ্গে মেসি-রোনালদো? ক্লাব বিশ্বকাপে জেগেছে এক দলে খেলার সম্ভাবনা লন্ডনে শেখ হাসিনা সংশ্লিষ্টদের ১৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ হামবুর্গ রেলস্টেশনে ছুরি হামলায় আহত ১৭, নারী হামলাকারী গ্রেপ্তার

আজ শনিবার বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 8

ছবি সংগৃহীত

 

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যেই শীর্ষ দুই রাজনৈতিক দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শনিবার (২৪ মে) পৃথকভাবে এই দুই দলের সঙ্গে বৈঠক করবেন তিনি। সন্ধ্যা ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।

বৈঠকের আগে সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনার জন্য উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক আজ একনেকের নিয়মিত সভা শেষ হওয়ার পর হবে বলে সূত্র জানায়।

প্রধান উপদেষ্টার এই উদ্যোগ এমন সময়ে এসেছে যখন রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত এবং বিভিন্ন মহলে তাঁর পদত্যাগ নিয়ে আলোচনা চলছে। এমন এক সংকটময় মুহূর্তে বিএনপি ও জামায়াতের সঙ্গে আলাদা বৈঠকের ঘোষণা গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, “গত ১৯ মে থেকে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। সরকারের ভেতরের কিছু আওয়ামী দোসর এবং উচ্চাভিলাষী মহল বিএনপিকে প্রতিপক্ষ ভাবছে।”

অন্যদিকে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে দলটির আমির প্রধান উপদেষ্টাকে জরুরি সর্বদলীয় বৈঠক আহ্বানের আহ্বান জানান। রাজনৈতিক সমঝোতা ও সংকট নিরসনের লক্ষ্যে তিনি এই আহ্বান জানান বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি প্রধান উপদেষ্টাকে সিদ্ধান্ত গ্রহণে ধৈর্য ধরতে অনুরোধ জানিয়ে বলেন, “জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ত্যাগ, জাতীয় ঐক্য ও জনগণের আস্থাকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিন।”

দেশজুড়ে চলমান উত্তেজনার মাঝে প্রধান উপদেষ্টার এই বৈঠক উদ্যোগ রাজনীতিতে নতুন গতি আনবে কিনা, এখন সেটাই দেখার বিষয়।

 

নিউজটি শেয়ার করুন

আজ শনিবার বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১০:৩০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

 

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যেই শীর্ষ দুই রাজনৈতিক দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শনিবার (২৪ মে) পৃথকভাবে এই দুই দলের সঙ্গে বৈঠক করবেন তিনি। সন্ধ্যা ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।

বৈঠকের আগে সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনার জন্য উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক আজ একনেকের নিয়মিত সভা শেষ হওয়ার পর হবে বলে সূত্র জানায়।

প্রধান উপদেষ্টার এই উদ্যোগ এমন সময়ে এসেছে যখন রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত এবং বিভিন্ন মহলে তাঁর পদত্যাগ নিয়ে আলোচনা চলছে। এমন এক সংকটময় মুহূর্তে বিএনপি ও জামায়াতের সঙ্গে আলাদা বৈঠকের ঘোষণা গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, “গত ১৯ মে থেকে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। সরকারের ভেতরের কিছু আওয়ামী দোসর এবং উচ্চাভিলাষী মহল বিএনপিকে প্রতিপক্ষ ভাবছে।”

অন্যদিকে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে দলটির আমির প্রধান উপদেষ্টাকে জরুরি সর্বদলীয় বৈঠক আহ্বানের আহ্বান জানান। রাজনৈতিক সমঝোতা ও সংকট নিরসনের লক্ষ্যে তিনি এই আহ্বান জানান বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি প্রধান উপদেষ্টাকে সিদ্ধান্ত গ্রহণে ধৈর্য ধরতে অনুরোধ জানিয়ে বলেন, “জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ত্যাগ, জাতীয় ঐক্য ও জনগণের আস্থাকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিন।”

দেশজুড়ে চলমান উত্তেজনার মাঝে প্রধান উপদেষ্টার এই বৈঠক উদ্যোগ রাজনীতিতে নতুন গতি আনবে কিনা, এখন সেটাই দেখার বিষয়।