০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
শিরোনাম :
নতুন মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ান তেল আমদানি কমাচ্ছে চীনা রিফাইনারিগুলো গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৩ শীত আসছে, চলতি মাসেই বইতে পারে একাধিক শৈত্যপ্রবাহ চট্টগ্রামে মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, পদ হারালেন বিএনপির ৪ নেতা গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার পানি ব্যবস্থাপনা নিয়ে ইরাক–তুরস্ক সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২০ অবিশ্বাস্য উড়ন্ত গাড়ি আনছে টেসলা, জানালেন ইলন মাস্ক এমবাপ্পের পেনাল্টি মিস দেখেই হার্ট অ্যাটাকে রিয়াল সমর্থকের মৃত্যু জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

প্রখ্যাত সাবেক সিইসি এটিএম শামসুল হুদা আর নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 63

ছবি সংগৃহীত

 

 

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বিজ্ঞাপন

বর্তমানে তার মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী মেয়ে দেশে ফিরলে তার জানাজার সময়সূচি নির্ধারণ করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যাকে রেখে গেছেন।

পেশাগত জীবনে এটিএম শামসুল হুদা ছিলেন একজন দক্ষ প্রশাসক। ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে তার চাকরি জীবনের শুরু। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে অন্তর্ভুক্ত হয়ে প্রশাসনের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (এসডিও), পানি সম্পদ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব, পাশাপাশি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন। সততা, নিষ্ঠা ও দক্ষতা দিয়ে প্রশাসনিক অঙ্গনে তিনি সবার আস্থা অর্জন করেছিলেন।

২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এটিএম শামসুল হুদা বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে অনুষ্ঠিত ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হিসেবে দেশ-বিদেশে প্রশংসিত হয়।

তার মৃত্যুতে রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাকে স্মরণ করছেন একজন অভিজ্ঞ, নীতিবান ও দূরদর্শী প্রশাসক হিসেবে, যিনি দেশের নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

পরিবার ও ঘনিষ্ঠরা এটিএম শামসুল হুদার রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

প্রখ্যাত সাবেক সিইসি এটিএম শামসুল হুদা আর নেই

আপডেট সময় ০৪:৩৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

 

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বিজ্ঞাপন

বর্তমানে তার মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী মেয়ে দেশে ফিরলে তার জানাজার সময়সূচি নির্ধারণ করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যাকে রেখে গেছেন।

পেশাগত জীবনে এটিএম শামসুল হুদা ছিলেন একজন দক্ষ প্রশাসক। ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে তার চাকরি জীবনের শুরু। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে অন্তর্ভুক্ত হয়ে প্রশাসনের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (এসডিও), পানি সম্পদ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব, পাশাপাশি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন। সততা, নিষ্ঠা ও দক্ষতা দিয়ে প্রশাসনিক অঙ্গনে তিনি সবার আস্থা অর্জন করেছিলেন।

২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এটিএম শামসুল হুদা বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে অনুষ্ঠিত ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হিসেবে দেশ-বিদেশে প্রশংসিত হয়।

তার মৃত্যুতে রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাকে স্মরণ করছেন একজন অভিজ্ঞ, নীতিবান ও দূরদর্শী প্রশাসক হিসেবে, যিনি দেশের নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

পরিবার ও ঘনিষ্ঠরা এটিএম শামসুল হুদার রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।