ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনের অভাবেই দেশে অস্থিরতা, দুর্নীতির সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা: মির্জা ফখরুল সেন্ট মার্টিন রক্ষায় পরিবেশবান্ধব পরিকল্পনায় জোর দিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা নতুন যুগোপযোগী টেলিকম নীতিমালা প্রণয়নের ঘোষণা, বাতিল পুরনো নীতি: ফয়েজ আহমদ তৈয়্যব ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বোগোটায় বৈঠকে ২০টির বেশি দেশ “দেশ এখনও সম্পূর্ণ ফ্যাসিবাদমুক্ত নয়”: প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটি অদৃশ্য চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে: তারেক রহমান শুল্কযুদ্ধের ছায়ায় কফি-কমলার বাজার, দুশ্চিন্তায় ব্রাজিল-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ২-৩টি আসনের প্রস্তাব ও ক্ষমতার লোভ দেখিয়ে এনসিপি কেনার সাধ্য কারো নেই: নাহিদ ইসলাম গণতন্ত্রকে বিপথে নিতে সংস্কারের নামে সূক্ষ্ম কারচুপি চলছে: ১২ দলীয় জোট প্রধান ব্যবসায়ী সোহাগ হত্যা: টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ঢাকায় নিরাপদ পথচারী পারাপারের জন্য ডিএমপির নতুন উদ্যোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / 66

ছবি সংগৃহীত

 

রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে নগরবাসীর জীবনমান উন্নত ও নিরাপদ করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (১৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা একটি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মহানগরের তিনটি স্থানে—ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনের সড়ক, পুরোনো রমনা থানাসংলগ্ন শহিদ ক্যাপ্টেন মনসুর আলী সড়ক এবং বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে—নিরাপদ পথচারী পারাপারের জন্য ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন করা হয়েছে। এসব স্থানের পাশাপাশি ঢাকা মহানগরের বিভিন্ন জেব্রা ক্রসিংয়ে পর্যায়ক্রমে সিগন্যাল বাতি স্থাপন করা হবে।

এই ট্রাফিক সিগন্যাল বাতির নিয়ম অনুযায়ী, পথচারীরা পুশ বাটন চাপলে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময় পরে সবুজ বাতির সংকেত দেখা যায়, একই সঙ্গে উভয় দিক থেকে আসা যানবাহনের জন্য লাল বাতির সংকেত প্রদর্শিত হয়। যানবাহনগুলোকে জেব্রা ক্রসিংয়ের আগে নিরাপদে পথচারীদের পারাপারের জন্য থামতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লাল বাতি জ্বললে যানবাহনকে অবশ্যই থামতে হবে এবং পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের সুযোগ দিতে হবে। ট্রাফিক সিগন্যাল অমান্য করে যানবাহন চালালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইভাবে, পথচারীদেরও পুশ বাটন চাপিয়ে সবুজ সংকেতের জন্য অপেক্ষা করতে হবে, এবং লাল বাতি জ্বালানো অবস্থায় রাস্তা পারাপার করলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় নিরাপদ পথচারী পারাপারের জন্য ডিএমপির নতুন উদ্যোগ

আপডেট সময় ১১:১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

 

রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে নগরবাসীর জীবনমান উন্নত ও নিরাপদ করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (১৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা একটি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মহানগরের তিনটি স্থানে—ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনের সড়ক, পুরোনো রমনা থানাসংলগ্ন শহিদ ক্যাপ্টেন মনসুর আলী সড়ক এবং বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে—নিরাপদ পথচারী পারাপারের জন্য ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন করা হয়েছে। এসব স্থানের পাশাপাশি ঢাকা মহানগরের বিভিন্ন জেব্রা ক্রসিংয়ে পর্যায়ক্রমে সিগন্যাল বাতি স্থাপন করা হবে।

এই ট্রাফিক সিগন্যাল বাতির নিয়ম অনুযায়ী, পথচারীরা পুশ বাটন চাপলে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময় পরে সবুজ বাতির সংকেত দেখা যায়, একই সঙ্গে উভয় দিক থেকে আসা যানবাহনের জন্য লাল বাতির সংকেত প্রদর্শিত হয়। যানবাহনগুলোকে জেব্রা ক্রসিংয়ের আগে নিরাপদে পথচারীদের পারাপারের জন্য থামতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লাল বাতি জ্বললে যানবাহনকে অবশ্যই থামতে হবে এবং পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের সুযোগ দিতে হবে। ট্রাফিক সিগন্যাল অমান্য করে যানবাহন চালালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইভাবে, পথচারীদেরও পুশ বাটন চাপিয়ে সবুজ সংকেতের জন্য অপেক্ষা করতে হবে, এবং লাল বাতি জ্বালানো অবস্থায় রাস্তা পারাপার করলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।