ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের দুই দিনে ৩,৬২২ মামলা চাঁদপুরে সেরা সাঁতারু বাছাইয়ে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত, অংশগ্রহণ ২ শতাধিক সাঁতারু ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অন্তত ১৫ জন আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে সাহস জোগায়: প্রধান উপদেষ্টা হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণে ৮০০ প্রতিযোগী ইসলামবিরোধী কার্যকলাপে কঠোর অবস্থানের হুঁশিয়ারি খেলাফত আমিরের শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা, ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ জামালপুরে নগর মাতৃসদনে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু, আটক ২ নার্স দেশে করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে সাহস জোগায়: প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৬:১১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস জোগাবে।

শনিবার পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “পবিত্র আশুরার শোকাবহ এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে শাহাদতবরণকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”

তিনি বলেন, “ইসলাম সত্য, ন্যায় ও শান্তির ধর্ম। ইসলামের এই মহৎ আদর্শ সমুন্নত রাখতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালায় ইমাম হোসেন (রা.), তাঁর পরিবার ও ঘনিষ্ঠ সহচররা ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। অত্যাচারীর অন্যায়-অবিচারের বিরুদ্ধে তাঁদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার এই মহান উদাহরণ যুগে যুগে মানবজাতিকে অনুপ্রেরণা জোগাবে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “কারবালার বিয়োগান্তক ঘটনার পাশাপাশি আশুরা ইসলামের ইতিহাসে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। এ দিনকে কেন্দ্র করে পৃথিবী সৃষ্টিসহ বহু তাৎপর্যপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে।”

তিনি উল্লেখ করেন, হাদিসে বর্ণিত আছে যে রাসুলুল্লাহ (সা.) আশুরার দিনে দুটি রোজা রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তাই এ দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।

অধ্যাপক ইউনূস বলেন, “আসুন, এই মহিমান্বিত দিনের তাৎপর্য হৃদয়ে ধারণ করি এবং মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি বেশি নেক আমল করি। সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পবিত্র আশুরার এই দিনে আমি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অগ্রগতি কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।”

তিনি আশা প্রকাশ করেন, আশুরার শিক্ষা থেকে প্রেরণা নিয়ে সবাই মিলে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে এবং মানবতার কল্যাণে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে সাহস জোগায়: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৭:২৬:১১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস জোগাবে।

শনিবার পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “পবিত্র আশুরার শোকাবহ এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে শাহাদতবরণকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”

তিনি বলেন, “ইসলাম সত্য, ন্যায় ও শান্তির ধর্ম। ইসলামের এই মহৎ আদর্শ সমুন্নত রাখতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালায় ইমাম হোসেন (রা.), তাঁর পরিবার ও ঘনিষ্ঠ সহচররা ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। অত্যাচারীর অন্যায়-অবিচারের বিরুদ্ধে তাঁদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার এই মহান উদাহরণ যুগে যুগে মানবজাতিকে অনুপ্রেরণা জোগাবে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “কারবালার বিয়োগান্তক ঘটনার পাশাপাশি আশুরা ইসলামের ইতিহাসে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। এ দিনকে কেন্দ্র করে পৃথিবী সৃষ্টিসহ বহু তাৎপর্যপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে।”

তিনি উল্লেখ করেন, হাদিসে বর্ণিত আছে যে রাসুলুল্লাহ (সা.) আশুরার দিনে দুটি রোজা রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তাই এ দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।

অধ্যাপক ইউনূস বলেন, “আসুন, এই মহিমান্বিত দিনের তাৎপর্য হৃদয়ে ধারণ করি এবং মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি বেশি নেক আমল করি। সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পবিত্র আশুরার এই দিনে আমি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অগ্রগতি কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।”

তিনি আশা প্রকাশ করেন, আশুরার শিক্ষা থেকে প্রেরণা নিয়ে সবাই মিলে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে এবং মানবতার কল্যাণে কাজ করবে।