ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রোমাঞ্চকর ম্যাচে ডর্টমুন্ডকে হারিয়ে ক্লাব বিশ্বকাপে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ইরান-ইসরাইল সংঘাতের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি, সমর্থকদের উল্লাস তানভীরের স্পিন ঘুর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ ভারত-বাংলাদেশের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার দেশের আমদানি-রফতানি বাণিজ্যে ধস টেক্সাসের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৪৩, নিখোঁজ এখনো ২৭ শিশু নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের দুই দিনে ৩,৬২২ মামলা চাঁদপুরে সেরা সাঁতারু বাছাইয়ে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত, অংশগ্রহণ ২ শতাধিক সাঁতারু ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অন্তত ১৫ জন আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে সাহস জোগায়: প্রধান উপদেষ্টা হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণে ৮০০ প্রতিযোগী

আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করলো সিএমপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 5

ছবি সংগৃহীত

 

পবিত্র আশুরা উপলক্ষে আগামী ৬ জুলাই চট্টগ্রাম মহানগরীতে আয়োজিত তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ যে কোনো ধরনের ধারালো অস্ত্র এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শুক্রবার (৪ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আশুরার দিন ধর্মীয় ভাবগাম্ভীর্যে আয়োজিত তাজিয়া মিছিলে অতীতে কিছু ব্যক্তি দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন করে অংশগ্রহণ করে, যার ফলে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা দেখা দেয়। এতে নগরবাসীর মধ্যে আতঙ্ক ও ভীতির পরিবেশ তৈরি হয়, এমনকি কখনো কখনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কাও থাকে।

এ পরিস্থিতি প্রতিরোধের অংশ হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮ এর ২৯ ও ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে সিএমপি কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারি করেছে। এর আওতায় তাজিয়া মিছিল চলাকালীন পুরো সময় কোনো ধরনের ধারালো অস্ত্র, লাঠি, বা আতশবাজি-পটকা বহন ও ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই নির্দেশনা মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত কঠোরভাবে কার্যকর থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় শান্তি ও শৃঙ্খলা রক্ষায় নগরবাসীর সহযোগিতা কামনা করেছে পুলিশ প্রশাসন।

সিএমপি জানিয়েছে, নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরবাসীকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে, যাতে সবাই নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে আশুরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করলো সিএমপি

আপডেট সময় ১২:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

পবিত্র আশুরা উপলক্ষে আগামী ৬ জুলাই চট্টগ্রাম মহানগরীতে আয়োজিত তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ যে কোনো ধরনের ধারালো অস্ত্র এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শুক্রবার (৪ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আশুরার দিন ধর্মীয় ভাবগাম্ভীর্যে আয়োজিত তাজিয়া মিছিলে অতীতে কিছু ব্যক্তি দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন করে অংশগ্রহণ করে, যার ফলে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা দেখা দেয়। এতে নগরবাসীর মধ্যে আতঙ্ক ও ভীতির পরিবেশ তৈরি হয়, এমনকি কখনো কখনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কাও থাকে।

এ পরিস্থিতি প্রতিরোধের অংশ হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮ এর ২৯ ও ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে সিএমপি কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারি করেছে। এর আওতায় তাজিয়া মিছিল চলাকালীন পুরো সময় কোনো ধরনের ধারালো অস্ত্র, লাঠি, বা আতশবাজি-পটকা বহন ও ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই নির্দেশনা মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত কঠোরভাবে কার্যকর থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় শান্তি ও শৃঙ্খলা রক্ষায় নগরবাসীর সহযোগিতা কামনা করেছে পুলিশ প্রশাসন।

সিএমপি জানিয়েছে, নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরবাসীকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে, যাতে সবাই নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে আশুরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারে।