ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রেমাদাসায় তাসকিন–তানজিমের বোলিং তোপে ২৪৪ রানে থামল লঙ্কানরা ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আয়ে ৮.৫৮ শতাংশ প্রবৃদ্ধি, উল্লেখযোগ্য পোশাক খাত জুলাই সনদ দলীয় হলে সার্বজনীনতা হারাবে: আন্দালিভ রহমান পার্থ পাকিস্তানে সরকারি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কমিশনারসহ নিহত ৫, আহত ১১ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টের পতন ঘটলেও ফ্যাসিস্টিক ব্যবস্থা এখনও বিদ্যমান: নাহিদ ইসলাম গণতন্ত্র রক্ষায় বিএনপির ত্যাগ বেশি: তারেক রহমান চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত বৈদ্যুতিক খুঁটিতে ট্রাকের ধাক্কা, গাড়ি কেটে হেলপারকে উদ্ধার উত্তরসূরি নির্ধারণের ক্ষেত্রে কোনো বহিরাগত হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়: দালাই লামা চট্টগ্রাম বন্দর পরিচালনায় নৌবাহিনীর দক্ষতার ওপর আস্থা রয়েছে: নৌপরিবহন উপদেষ্টা

বাংলাদেশে ভারতের পূর্ণাঙ্গ সিরিজ খেলা স্থগিত করল মোদি সরকার!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

 

আগামী আগস্টে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সেটি আপাতত স্থগিত হয়েছে। নরেন্দ্র মোদি সরকারের আপত্তির কারণে বিরাট কোহলিদের বাংলাদেশ সফর সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বিবিসি বাংলা, দেশটির একাধিক সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এখনো সরকারের চূড়ান্ত অনুমোদন পায়নি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের সম্পর্কের শীতলতা এই সফরের জন্য অনুকূল নয়। এক কর্মকর্তা বলেন, “এ অবস্থায় বাংলাদেশে ভারতের ক্রিকেট দল গেলে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা যেতে পারে।”

ফলে বিসিসিআই বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবির সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করছে সিরিজটি পিছিয়ে দেওয়ার জন্য। প্রস্তাব করা হয়েছে, ২০২৬ সালে আইপিএলের পর এই সিরিজ আয়োজন করা যেতে পারে। তখন বাংলাদেশে নির্বাচিত সরকার থাকবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে মনে করছে ভারতীয় বোর্ড।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, “বাংলাদেশ আর পাকিস্তান এক নয়, এটা আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশের সঙ্গে আমাদের বোর্ডের সম্পর্ক বহু দিনের। কোনো কারণে এখন সিরিজ না হলে, পরে তা করা যাবে।”

এর আগে গত বছর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ভারত সফর করেছিল বাংলাদেশ দল। তখন ভারতের কিছু কট্টর সংগঠন সিরিজ বাতিলের দাবি তুলেছিল এবং সোশ্যাল মিডিয়ায় ‘বয়কটবাংলাদেশক্রিকেট’ হ্যাশট্যাগ ট্রেন্ড করেছিল। তবুও ভারত সরকার সিরিজ বাতিল করেনি, কারণ দুটি টেস্ট খেলা না হলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট হারানোর শঙ্কা ছিল।

তবে এবারের পরিস্থিতি ভিন্ন। বাংলাদেশ সফর বাতিল করলেও ভারতের তেমন কোনো প্রতিযোগিতামূলক ক্ষতি হবে না। তাই সফর পেছানোই বেশি যৌক্তিক মনে করছে বিসিসিআই।

ভারতের ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন রাজীব শুক্লা, যিনি মধ্যপন্থি হিসেবে পরিচিত। তার নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকে থাকবে বলেও আশা প্রকাশ করেছেন বিসিসিআই কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে ভারতের পূর্ণাঙ্গ সিরিজ খেলা স্থগিত করল মোদি সরকার!

আপডেট সময় ১২:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

 

আগামী আগস্টে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সেটি আপাতত স্থগিত হয়েছে। নরেন্দ্র মোদি সরকারের আপত্তির কারণে বিরাট কোহলিদের বাংলাদেশ সফর সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বিবিসি বাংলা, দেশটির একাধিক সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এখনো সরকারের চূড়ান্ত অনুমোদন পায়নি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের সম্পর্কের শীতলতা এই সফরের জন্য অনুকূল নয়। এক কর্মকর্তা বলেন, “এ অবস্থায় বাংলাদেশে ভারতের ক্রিকেট দল গেলে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা যেতে পারে।”

ফলে বিসিসিআই বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবির সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করছে সিরিজটি পিছিয়ে দেওয়ার জন্য। প্রস্তাব করা হয়েছে, ২০২৬ সালে আইপিএলের পর এই সিরিজ আয়োজন করা যেতে পারে। তখন বাংলাদেশে নির্বাচিত সরকার থাকবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে মনে করছে ভারতীয় বোর্ড।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, “বাংলাদেশ আর পাকিস্তান এক নয়, এটা আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশের সঙ্গে আমাদের বোর্ডের সম্পর্ক বহু দিনের। কোনো কারণে এখন সিরিজ না হলে, পরে তা করা যাবে।”

এর আগে গত বছর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ভারত সফর করেছিল বাংলাদেশ দল। তখন ভারতের কিছু কট্টর সংগঠন সিরিজ বাতিলের দাবি তুলেছিল এবং সোশ্যাল মিডিয়ায় ‘বয়কটবাংলাদেশক্রিকেট’ হ্যাশট্যাগ ট্রেন্ড করেছিল। তবুও ভারত সরকার সিরিজ বাতিল করেনি, কারণ দুটি টেস্ট খেলা না হলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট হারানোর শঙ্কা ছিল।

তবে এবারের পরিস্থিতি ভিন্ন। বাংলাদেশ সফর বাতিল করলেও ভারতের তেমন কোনো প্রতিযোগিতামূলক ক্ষতি হবে না। তাই সফর পেছানোই বেশি যৌক্তিক মনে করছে বিসিসিআই।

ভারতের ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন রাজীব শুক্লা, যিনি মধ্যপন্থি হিসেবে পরিচিত। তার নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকে থাকবে বলেও আশা প্রকাশ করেছেন বিসিসিআই কর্মকর্তারা।