ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের দুই দিনে ৩,৬২২ মামলা চাঁদপুরে সেরা সাঁতারু বাছাইয়ে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত, অংশগ্রহণ ২ শতাধিক সাঁতারু ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অন্তত ১৫ জন আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে সাহস জোগায়: প্রধান উপদেষ্টা হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণে ৮০০ প্রতিযোগী ইসলামবিরোধী কার্যকলাপে কঠোর অবস্থানের হুঁশিয়ারি খেলাফত আমিরের শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা, ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ জামালপুরে নগর মাতৃসদনে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু, আটক ২ নার্স দেশে করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

বোরো ধানের উৎপাদন বৃদ্ধি, শিগগিরই চালের বাজার স্বাভাবিক হবে: খাদ্য উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 7

ছবি সংগৃহীত

 

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এবং বোরো ধানের ভালো উৎপাদনের ফলে খুব শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

শনিবার যশোর সার্কিট হাউস মিলনায়তনে খুলনা বিভাগের ১০ জেলার খাদ্য সংগ্রহ, মজুত ও মূল্য পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আলী ইমাম মজুমদার বলেন, “চলতি মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি পরিমাণ খাদ্যশস্য মজুদ হয়েছে। বর্তমানে দেশের খাদ্য মজুদের পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক।”

তিনি আরও জানান, খুলনা বিভাগের ১০ জেলায় বোরো ধানের উৎপাদন নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হয়েছে এবং ইতিমধ্যে ৭২ শতাংশ ধান ও চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ সংগ্রহের লক্ষ্য অর্জন সম্ভব হবে।

চালের বাজারে মূল্য স্থিতিশীল না হওয়া প্রসঙ্গে খাদ্য উপদেষ্টা বলেন, “যদি মজুদের এই স্থিতিশীলতা বজায় থাকে, তাহলে খুব শিগগিরই চালের বাজার সহনীয় হয়ে উঠবে। তবে কোনো ধরনের সিন্ডিকেট থাকলে সরকার তা ভেঙে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে দাম এমনভাবে নিয়ন্ত্রণ করা হবে যাতে কৃষক তার উৎপাদিত ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হন।”

তিনি আরও বলেন, “দক্ষিণাঞ্চলে সরু জাতের ধান চাষের কারণে কিছু সমন্বয়হীনতা তৈরি হয়েছে। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং ভবিষ্যতে এর সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”

মতবিনিময় সভায় খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন খাদ্য বিভাগের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবির, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস, যশোর জেলা উপপরিচালক মো. মোশাররফ হোসেন এবং খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

বোরো ধানের উৎপাদন বৃদ্ধি, শিগগিরই চালের বাজার স্বাভাবিক হবে: খাদ্য উপদেষ্টা

আপডেট সময় ০৫:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এবং বোরো ধানের ভালো উৎপাদনের ফলে খুব শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

শনিবার যশোর সার্কিট হাউস মিলনায়তনে খুলনা বিভাগের ১০ জেলার খাদ্য সংগ্রহ, মজুত ও মূল্য পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আলী ইমাম মজুমদার বলেন, “চলতি মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি পরিমাণ খাদ্যশস্য মজুদ হয়েছে। বর্তমানে দেশের খাদ্য মজুদের পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক।”

তিনি আরও জানান, খুলনা বিভাগের ১০ জেলায় বোরো ধানের উৎপাদন নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হয়েছে এবং ইতিমধ্যে ৭২ শতাংশ ধান ও চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ সংগ্রহের লক্ষ্য অর্জন সম্ভব হবে।

চালের বাজারে মূল্য স্থিতিশীল না হওয়া প্রসঙ্গে খাদ্য উপদেষ্টা বলেন, “যদি মজুদের এই স্থিতিশীলতা বজায় থাকে, তাহলে খুব শিগগিরই চালের বাজার সহনীয় হয়ে উঠবে। তবে কোনো ধরনের সিন্ডিকেট থাকলে সরকার তা ভেঙে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে দাম এমনভাবে নিয়ন্ত্রণ করা হবে যাতে কৃষক তার উৎপাদিত ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হন।”

তিনি আরও বলেন, “দক্ষিণাঞ্চলে সরু জাতের ধান চাষের কারণে কিছু সমন্বয়হীনতা তৈরি হয়েছে। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং ভবিষ্যতে এর সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”

মতবিনিময় সভায় খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন খাদ্য বিভাগের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবির, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস, যশোর জেলা উপপরিচালক মো. মোশাররফ হোসেন এবং খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা।