বিডিআর বিদ্রোহ
বিস্ফোরক মামলায় জামিন শুনানি রোববার (আজ) শুরু
পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার জামিন শুনানি আজ রোববার (১৯ জানুয়ারি) শুরু হবে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে এদিন উপস্থিত থাকবেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ।
জামিনের আশায় ভোর থেকেই কারাগারের সামনে জড়ো হয়েছেন অভিযুক্ত বিডিআর সদস্যদের স্বজনরা। দীর্ঘ ১৬ বছর ধরে এই মামলায় বন্দি রয়েছেন অভিযুক্তরা। যদিও হত্যা মামলায় অনেকেই খালাস পেয়েছেন, বিস্ফোরক মামলার বিচারকাজ চলমান থাকায় এখনো মুক্তি পাননি। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। তাদের আশা, দ্রুত বিচার শেষ করে অভিযুক্তদের মুক্তির পথ সুগম হবে।
এর আগে মামলাটির বিচার কার্যক্রম বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হলেও, ৮ জানুয়ারি অস্থায়ী আদালতের একটি কক্ষ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। এরপর আইন মন্ত্রণালয়ের নির্দেশে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত নতুন অস্থায়ী আদালতে বিচার কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।