আজ রোহিঙ্গা সংলাপের মঞ্চে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

- আপডেট সময় ০৯:৩৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / 11
কক্সবাজারে রোহিঙ্গা সংকট মোকাবিলায় টেকসই সমাধানের পথ অনুসন্ধানে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডারস ডায়ালগ’। আজ সোমবার উখিয়ার ইনানীর হোটেল বে-ওয়াচ মিলনায়তনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ আয়োজনের উদ্বোধন করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়েছে। এটি মূলত রোহিঙ্গা সংকট নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের সম্মেলনের প্রস্তুতিমূলক আয়োজন।
সম্মেলনে মানবিক সহায়তা, প্রত্যাবাসনে আস্থা তৈরি, নৃশংসতার দায় নিরূপণ ও জবাবদিহিতা, এবং সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার মতো পাঁচটি মূল বিষয় নিয়ে আলোচনা হবে।
আগামীকাল অংশগ্রহণকারীরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এ সংলাপে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও রোহিঙ্গা প্রতিনিধিরা অংশ নিয়ে সংকট সমাধানে মতামত ও সুপারিশ তুলে ধরবেন।