ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের দুই দিনে ৩,৬২২ মামলা চাঁদপুরে সেরা সাঁতারু বাছাইয়ে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত, অংশগ্রহণ ২ শতাধিক সাঁতারু ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অন্তত ১৫ জন আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে সাহস জোগায়: প্রধান উপদেষ্টা হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণে ৮০০ প্রতিযোগী ইসলামবিরোধী কার্যকলাপে কঠোর অবস্থানের হুঁশিয়ারি খেলাফত আমিরের শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা, ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ জামালপুরে নগর মাতৃসদনে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু, আটক ২ নার্স দেশে করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

৩৭টি সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিদ্যুৎকেন্দ্র মালিকদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 8

ছবি সংগৃহীত

 

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষ আইনের আওতায় ইস্যুকৃত ৩৭টি সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি (বিএসআরইএ)-এর নেতারা।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএসআরইএ নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে সভাপতি মো. মোস্তফা আল মাহমুদ বলেন, বাতিল হওয়া প্রকল্পগুলোর কারণে প্রায় ৩০০ মিলিয়ন টাকার বিনিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ফলে নতুন করে আহ্বান করা ৫৫টি সৌরবিদ্যুৎ প্রকল্পের দরপত্রে বিনিয়োগকারীদের আগ্রহ আশানুরূপ নয়। কয়েকটি প্রকল্পে মাত্র একজন দরদাতা অংশ নিয়েছেন, আবার কিছুতে কেউই আগ্রহ দেখাননি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার রোজেল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহিদুল আলম, ফাইনান্স ডিরেক্টর নিতাই পদ সাহা প্রমুখ।

নেতারা বলেন, নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫ প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। এই নীতিমালা দেশের জ্বালানি খাতে এক ইতিবাচক পরিবর্তন আনবে। বিশেষ করে সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা কার্যকর হলে বিদ্যুৎ খাতে বড় রূপান্তর আসবে।

তারা জানান, বাজেটে ইনভার্টারের শুল্ক ১০ শতাংশ থেকে ১ শতাংশে নামানো হলেও মাউন্টিং স্ট্রাকচার, ডিসি ক্যাবল, কন্ট্রোলার, ব্যাটারি ও সৌর পাম্পের ওপর শুল্ক এখনও বেশি। এসবের ওপর শুল্ক কমিয়ে সহায়ক কাঠামো গড়ে তোলার তাগিদ দেন নেতারা।

তাদের মতে, প্রাকৃতিক গ্যাসের মজুত কমে আসায় দেশের জ্বালানি খাত আমদানিনির্ভর হয়ে পড়ছে, ফলে বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ছে। সুতরাং নবায়নযোগ্য জ্বালানি প্রসারে দীর্ঘমেয়াদি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।

নেট মিটারিং বাস্তবায়নেও নানা জটিলতা ও বিলম্বের কথা তুলে ধরে বিএসআরইএ নেতারা বলেন, গ্রিড সংযোগের অনুমোদন পেতে মাসের পর মাস সময় লাগে। এই প্রক্রিয়া সহজ করার পাশাপাশি সৌর প্যানেলসহ অন্যান্য পণ্যের কেজি ভিত্তিক অযৌক্তিক মূল্যায়ন পদ্ধতি বাতিলের আহ্বান জানান তারা।

সংগঠনের পক্ষ থেকে সোলার প্যানেল ও আনুষঙ্গিক যন্ত্রাংশের ওপর ট্রেড ভ্যাট মওকুফ, লিথিয়াম আয়ন ব্যাটারির কর হ্রাস, নিম্নমানের প্যানেল আমদানি বন্ধ এবং হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে একটি আলাদা সেল গঠনের দাবি তোলা হয়।

এদিকে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডিও ৩৭টি বাতিলকৃত প্রকল্পের বিষয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আকর্ষণে পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করার তাগিদ দিয়েছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

৩৭টি সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিদ্যুৎকেন্দ্র মালিকদের

আপডেট সময় ০৫:৫৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষ আইনের আওতায় ইস্যুকৃত ৩৭টি সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি (বিএসআরইএ)-এর নেতারা।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএসআরইএ নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে সভাপতি মো. মোস্তফা আল মাহমুদ বলেন, বাতিল হওয়া প্রকল্পগুলোর কারণে প্রায় ৩০০ মিলিয়ন টাকার বিনিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ফলে নতুন করে আহ্বান করা ৫৫টি সৌরবিদ্যুৎ প্রকল্পের দরপত্রে বিনিয়োগকারীদের আগ্রহ আশানুরূপ নয়। কয়েকটি প্রকল্পে মাত্র একজন দরদাতা অংশ নিয়েছেন, আবার কিছুতে কেউই আগ্রহ দেখাননি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার রোজেল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহিদুল আলম, ফাইনান্স ডিরেক্টর নিতাই পদ সাহা প্রমুখ।

নেতারা বলেন, নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫ প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। এই নীতিমালা দেশের জ্বালানি খাতে এক ইতিবাচক পরিবর্তন আনবে। বিশেষ করে সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা কার্যকর হলে বিদ্যুৎ খাতে বড় রূপান্তর আসবে।

তারা জানান, বাজেটে ইনভার্টারের শুল্ক ১০ শতাংশ থেকে ১ শতাংশে নামানো হলেও মাউন্টিং স্ট্রাকচার, ডিসি ক্যাবল, কন্ট্রোলার, ব্যাটারি ও সৌর পাম্পের ওপর শুল্ক এখনও বেশি। এসবের ওপর শুল্ক কমিয়ে সহায়ক কাঠামো গড়ে তোলার তাগিদ দেন নেতারা।

তাদের মতে, প্রাকৃতিক গ্যাসের মজুত কমে আসায় দেশের জ্বালানি খাত আমদানিনির্ভর হয়ে পড়ছে, ফলে বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ছে। সুতরাং নবায়নযোগ্য জ্বালানি প্রসারে দীর্ঘমেয়াদি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।

নেট মিটারিং বাস্তবায়নেও নানা জটিলতা ও বিলম্বের কথা তুলে ধরে বিএসআরইএ নেতারা বলেন, গ্রিড সংযোগের অনুমোদন পেতে মাসের পর মাস সময় লাগে। এই প্রক্রিয়া সহজ করার পাশাপাশি সৌর প্যানেলসহ অন্যান্য পণ্যের কেজি ভিত্তিক অযৌক্তিক মূল্যায়ন পদ্ধতি বাতিলের আহ্বান জানান তারা।

সংগঠনের পক্ষ থেকে সোলার প্যানেল ও আনুষঙ্গিক যন্ত্রাংশের ওপর ট্রেড ভ্যাট মওকুফ, লিথিয়াম আয়ন ব্যাটারির কর হ্রাস, নিম্নমানের প্যানেল আমদানি বন্ধ এবং হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে একটি আলাদা সেল গঠনের দাবি তোলা হয়।

এদিকে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডিও ৩৭টি বাতিলকৃত প্রকল্পের বিষয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আকর্ষণে পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করার তাগিদ দিয়েছে সংস্থাটি।