ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দিনাজপুরে লিচুর ফুলে মধু উৎপাদনে বিপ্লব, আয় ১২০ কোটি টাকার বেশি শেখ হাসিনার ফেরার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি : পররাষ্ট্র উপদেষ্টা বৈশাখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, কঠোর নজরদারিতে থাকবে উৎসব: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রক্রিয়া চূড়ান্তের পথে: সিইসি হজযাত্রী নিয়ে অনিশ্চয়তা: ধর্ম উপদেষ্টার হুঁশিয়ারি এজেন্সিগুলোর প্রতি বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বসানো উচিত হয়নি – মন্তব্য নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদের ব্যাংকিং খাতে প্রযুক্তিগত উন্নয়নে বাংলাদেশ ও দ. কোরিয়ান প্রতিষ্ঠানের যুগান্তকারী চুক্তি টেকনাফ উপকূলে আরাকান আর্মির দাপট: ট্রলারসহ ১১ জেলে অপহৃত মহাকাশ অভিযানে নতুন অধ্যায়: নাসার আর্টেমিস অ্যাকর্ডে বাংলাদেশের চুক্তি সই কিছু মহল অধ্যাপক ইউনূসকে জোরপূর্বক আরও ৫ বছর ক্ষমতায় রাখতে চায়: মাহমুদুর রহমান মান্না

বাংলাদেশে একটি স্পেশালাইজড হাসপাতাল গড়ে তোলার আশ্বাস দিয়েছে চীন – প্রেস সচিব শফিকুল আলম

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

 

বাংলাদেশে একটি আধুনিক ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণে উদ্যোগ নিচ্ছে চীন। প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই হাসপাতালের জন্য উপযুক্ত জায়গা খুঁজছে সরকার। জায়গা নির্ধারণ হলেই দ্রুত কাজ শুরু করবে চীন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, “চীনের স্বাস্থ্যসেবা ব্যবস্থা এশিয়ার অন্যতম উন্নত। তাদের প্রযুক্তি, চিকিৎসা মান এবং দক্ষতা আশেপাশের অনেক দেশের তুলনায় অনেক বেশি উন্নত। বাংলাদেশিদের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চীন অঙ্গীকার করেছে তাদের নাগরিকদের মতোই খরচে বাংলাদেশিদের চিকিৎসা দেবে।”

চীনের কুনমিংয়ে অবস্থিত ৪ হাজার বেডের ফার্স্ট পিপলস হাসপাতালে ইতিমধ্যে একটি ফ্লোর বাংলাদেশিদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। রোগীদের সুবিধার্থে সেখানে দোভাষীর ব্যবস্থাও রাখা হয়েছে।

যাতায়াত ব্যয় প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “চট্টগ্রাম থেকে মাত্র দেড় ঘণ্টার ফ্লাইটে কুনমিং পৌঁছানো যায়। টিকিট খরচ ১৫-২০ হাজার টাকার মধ্যে। এই খরচ আরও কমাতে আমরা কাজ করছি।”

বন্দর উন্নয়ন এবং বৈদেশিক বিনিয়োগ নিয়েও কথা বলেন তিনি। “আমরা চাই সাশ্রয়ী উপায়ে পণ্য রপ্তানি হোক। এজন্য বন্দরগুলোর উন্নয়ন জরুরি। যদি চীনের প্রস্তাব আমাদের অর্থনীতির জন্য উপকারী হয়, সুদের হার কম হয় তবে কেন নয়?”

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার চীন সফরের অন্যতম উদ্দেশ্য ছিল বেসরকারি বিনিয়োগ আকর্ষণ। এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর সঙ্গে সরাসরি আলোচনা হয়েছে এবং তিনি বাংলাদেশের অনুরোধকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন।

বাংলাদেশের স্বাস্থ্য ও বাণিজ্যিক খাতে চীনের এমন সক্রিয় অংশগ্রহণ দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
৫০৭ বার পড়া হয়েছে

বাংলাদেশে একটি স্পেশালাইজড হাসপাতাল গড়ে তোলার আশ্বাস দিয়েছে চীন – প্রেস সচিব শফিকুল আলম

আপডেট সময় ০৫:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

 

 

বাংলাদেশে একটি আধুনিক ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণে উদ্যোগ নিচ্ছে চীন। প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই হাসপাতালের জন্য উপযুক্ত জায়গা খুঁজছে সরকার। জায়গা নির্ধারণ হলেই দ্রুত কাজ শুরু করবে চীন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, “চীনের স্বাস্থ্যসেবা ব্যবস্থা এশিয়ার অন্যতম উন্নত। তাদের প্রযুক্তি, চিকিৎসা মান এবং দক্ষতা আশেপাশের অনেক দেশের তুলনায় অনেক বেশি উন্নত। বাংলাদেশিদের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চীন অঙ্গীকার করেছে তাদের নাগরিকদের মতোই খরচে বাংলাদেশিদের চিকিৎসা দেবে।”

চীনের কুনমিংয়ে অবস্থিত ৪ হাজার বেডের ফার্স্ট পিপলস হাসপাতালে ইতিমধ্যে একটি ফ্লোর বাংলাদেশিদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। রোগীদের সুবিধার্থে সেখানে দোভাষীর ব্যবস্থাও রাখা হয়েছে।

যাতায়াত ব্যয় প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “চট্টগ্রাম থেকে মাত্র দেড় ঘণ্টার ফ্লাইটে কুনমিং পৌঁছানো যায়। টিকিট খরচ ১৫-২০ হাজার টাকার মধ্যে। এই খরচ আরও কমাতে আমরা কাজ করছি।”

বন্দর উন্নয়ন এবং বৈদেশিক বিনিয়োগ নিয়েও কথা বলেন তিনি। “আমরা চাই সাশ্রয়ী উপায়ে পণ্য রপ্তানি হোক। এজন্য বন্দরগুলোর উন্নয়ন জরুরি। যদি চীনের প্রস্তাব আমাদের অর্থনীতির জন্য উপকারী হয়, সুদের হার কম হয় তবে কেন নয়?”

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার চীন সফরের অন্যতম উদ্দেশ্য ছিল বেসরকারি বিনিয়োগ আকর্ষণ। এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর সঙ্গে সরাসরি আলোচনা হয়েছে এবং তিনি বাংলাদেশের অনুরোধকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন।

বাংলাদেশের স্বাস্থ্য ও বাণিজ্যিক খাতে চীনের এমন সক্রিয় অংশগ্রহণ দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।