ইয়েমেনের হামলার জেরে উত্তর লোহিত সাগর থেকে সরে গেছে মার্কিন নৌবহর

- আপডেট সময় ১২:৩৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / 45
একটি মার্কিন বিমানবাহী রণতরী ও কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে প্রতিশোধমূলক হামলা চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এটি বলেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান ভয়াবহ গণহত্যার প্রতি ওয়াশিংটনের সমর্থনের প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিগত ৪৮ ঘণ্টায় যেসব মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে সেগুলোর মধ্যে বিমানবাহী জাহাজ ইউএসএস হ্যারি ট্রুম্যান অন্যতম। ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক-ভর্তি ড্রোন ব্যবহার করে লোহিত সাগরের উত্তর অংশে মোতায়েন এসব মার্কিন রণতরীতে আঘাত হানা হয়।
ইয়েমেনের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এ হামলার মাধ্যমে হ্যারি ট্রুম্যান যুদ্ধজাহাজ থেকে ইয়েমেনের বিরুদ্ধে পরিকল্পিত আরেকটি মার্কিন বিমান হামলা বানচাল করে দেয়া সম্ভব হয়েছে। তাদের হামলার ফলে বিমানবাহী রণতরীটিসহ সবগুলো মার্কিন যুদ্ধজাহাজ লোহিত সাগরের উত্তর অংশ থেকে সরে গেছে।
এছাড়া, বিবৃতিতে ইহুদিবাদী ইসরাইলেও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ইসরাইলের রাজধানী তেল আবিবের নিকটবর্তী ইয়াফা শহরে তিনটি পাইলটবিহীন বিমান বা ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়। ড্রোনগুলো তাদের পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে।
গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যার প্রতিবাদে ইয়েমেন তেল আবিবের বিরুদ্ধে যে সামরিক অভিযান চালাচ্ছে তা গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত চলবে বলে বিবৃতিতে প্রত্যয় জানানো হয়েছে ।