১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে বাংলাদেশ নারী দল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 62

ছবি সংগৃহীত

 

 

তুর্কমেনিস্তান ও বাহরাইনের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ার পর নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের নারী দলের এএফসি এশিয়ান কাপে খেলা। এর মধ্য দিয়ে ইতিহাসের নতুন অধ্যায় রচনা করল বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো নারী এশিয়া কাপের মূল পর্বে অংশ নিতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

এর আগে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার পথে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী দুই দলের পয়েন্ট ভাগাভাগি হওয়ায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের টিকিট।

২০২৬ সালে অস্ট্রেলিয়ায় বসবে এই নারী এশিয়া কাপের আসর। এর মধ্য দিয়ে ১৯৮০ সালে কুয়েতে পুরুষ দলের প্রথম এশিয়া কাপ খেলার পর বাংলাদেশ নারী ফুটবল দলও এই গৌরবময় মঞ্চে অভিষেক ঘটাবে।

দুই ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ছয় পয়েন্ট। স্বাগতিক মিয়ানমারের আছে তিন পয়েন্ট, আর বাহরাইন ও তুর্কমেনিস্তানের ঝুলিতে রয়েছে মাত্র এক পয়েন্ট করে।

পাঁচ জুলাই বাংলাদেশের শেষ ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে এখন কেবল আনুষ্ঠানিকতার জন্যই হবে। সেই ম্যাচে হারলেও বাংলাদেশের মূল পর্বে যাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না।

তবে হিসাবের খাতায় সম্ভাবনার জটিলতা কিছুটা রয়েছে। যদি বাংলাদেশ তুর্কমেনিস্তানের কাছে হারে এবং মিয়ানমার বাহরাইনকে হারিয়ে দেয়, তাহলে দুই দলেরই সমান ছয় পয়েন্ট হবে। কিন্তু টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রথমে হেড-টু-হেড ফলাফল বিবেচনা করা হবে। যেহেতু বাংলাদেশ মিয়ানমারকে পরাজিত করেছে, তাই সমান পয়েন্ট হলেও বাংলাদেশই গ্রুপ সেরা হিসেবে চূড়ান্ত পর্বে উঠবে।

ফলে বলা যায়, আজই বাংলাদেশের মেয়েদের স্বপ্ন পূরণ হয়েছে। আসন্ন নারী এশিয়া কাপে প্রথমবারের মতো তাদের দেখা যাবে এশিয়ার সেরা দলগুলোর সঙ্গে লড়াইয়ে। নারী ফুটবলের এই সাফল্যে দেশের ক্রীড়াঙ্গনে নতুন উৎসাহের সঞ্চার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে বাংলাদেশ নারী দল

আপডেট সময় ১০:৫৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

 

 

তুর্কমেনিস্তান ও বাহরাইনের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ার পর নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের নারী দলের এএফসি এশিয়ান কাপে খেলা। এর মধ্য দিয়ে ইতিহাসের নতুন অধ্যায় রচনা করল বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো নারী এশিয়া কাপের মূল পর্বে অংশ নিতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

এর আগে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার পথে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী দুই দলের পয়েন্ট ভাগাভাগি হওয়ায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের টিকিট।

২০২৬ সালে অস্ট্রেলিয়ায় বসবে এই নারী এশিয়া কাপের আসর। এর মধ্য দিয়ে ১৯৮০ সালে কুয়েতে পুরুষ দলের প্রথম এশিয়া কাপ খেলার পর বাংলাদেশ নারী ফুটবল দলও এই গৌরবময় মঞ্চে অভিষেক ঘটাবে।

দুই ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ছয় পয়েন্ট। স্বাগতিক মিয়ানমারের আছে তিন পয়েন্ট, আর বাহরাইন ও তুর্কমেনিস্তানের ঝুলিতে রয়েছে মাত্র এক পয়েন্ট করে।

পাঁচ জুলাই বাংলাদেশের শেষ ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে এখন কেবল আনুষ্ঠানিকতার জন্যই হবে। সেই ম্যাচে হারলেও বাংলাদেশের মূল পর্বে যাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না।

তবে হিসাবের খাতায় সম্ভাবনার জটিলতা কিছুটা রয়েছে। যদি বাংলাদেশ তুর্কমেনিস্তানের কাছে হারে এবং মিয়ানমার বাহরাইনকে হারিয়ে দেয়, তাহলে দুই দলেরই সমান ছয় পয়েন্ট হবে। কিন্তু টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রথমে হেড-টু-হেড ফলাফল বিবেচনা করা হবে। যেহেতু বাংলাদেশ মিয়ানমারকে পরাজিত করেছে, তাই সমান পয়েন্ট হলেও বাংলাদেশই গ্রুপ সেরা হিসেবে চূড়ান্ত পর্বে উঠবে।

ফলে বলা যায়, আজই বাংলাদেশের মেয়েদের স্বপ্ন পূরণ হয়েছে। আসন্ন নারী এশিয়া কাপে প্রথমবারের মতো তাদের দেখা যাবে এশিয়ার সেরা দলগুলোর সঙ্গে লড়াইয়ে। নারী ফুটবলের এই সাফল্যে দেশের ক্রীড়াঙ্গনে নতুন উৎসাহের সঞ্চার হয়েছে।