নতুন রাজনৈতিক দল গঠনের পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, দুটি নতুন সেল গঠন

- আপডেট সময় ১২:১৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 55
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি দেশে নতুন একটি রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে। এই আন্দোলন নতুন রাজনৈতিক সমীকরণে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে, যার মাধ্যমে রাজনীতিতে নতুন এক দিগন্ত উন্মোচিত হতে পারে।
নতুন দলে পথ চলার জন্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে দুটি নতুন সেল গঠন করেছে। এই সেল দুটি হলো ‘ইনফরমেশন রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন’ এবং ‘প্রাণী ও মৎস্য সম্পদ বিষয়ক’ সেল। নতুন সেল গঠন, দলের সম্প্রসারণের পাশাপাশি তাদের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আজ, ২৫ ফেব্রুয়ারি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল একযোগে দুটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেল দুটি গঠন করা হয়েছে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য, যাতে দলে কর্মীদের আরও কার্যকরী ভূমিকা রাখার সুযোগ পায়।
‘ইনফরমেশন রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন’ সেলের সম্পাদক হিসেবে মো. মেহেরাব হোসেন সিফাতের নাম ঘোষণা করা হয়েছে। ২০ সদস্যবিশিষ্ট এই সেলে অন্যান্য সদস্যরা হলেন মো. ফাইয়াজ আহমেদ সাঈদ, মো. ফাহমিন জাফর, মো. ইয়ামিন, মো. শাকিল, মো. মাহফুজুর রহমান, মোসা. নাইমা সুলতানা, মো. ইমতিয়াজ, মো. ইমন মিয়া, মোসা. রিয়া, মো. তাহমিন, মো. শাহরিয়ার হাসান, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. সাগর আহমেদ, মোসা. নাফিসা হোসেন, মো. ওয়াসিম, মো. সৈকত, মো. ইরফান ভূঁইয়া, সজীব সরকার এবং মো. রিদোয়ান শরীফ।
অপরদিকে, ‘প্রাণী ও মৎস্য সম্পদ বিষয়ক’ সেলটির সম্পাদক এস এম ফয়েজউল্লাহ। এই সেলে ১০ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মো. শাকিল আলম, সাইফুল ইসলাম ফয়সাল, মো. সাইফুল ইসলাম, জাকারিয়া সাদ, মো. সালমান, তামিম সিফাত, ফারিয়া ইসলাম হ্যাপি, সুমাইয়া আক্তার মারিয়া এবং তৌহিদ খান।
এভাবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের আন্দোলনের শক্তি বাড়িয়ে দেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে।