দেড় যুগ পর পঞ্চগড় সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

- আপডেট সময় ০৬:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / 36
দীর্ঘ দেড় যুগ পর উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পঞ্চগড় সদর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন। এতদিন পর সম্মেলন আয়োজনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নেতাকর্মীরা, সম্মেলনস্থলজুড়ে দেখা যায় প্রাণচাঞ্চল্য ও উল্লাস।
শনিবার (৩ মে) দুপুর ১২টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রথম অধিবেশনের সূচনা হয়। এর আগে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে বিএনপির নেতা-কর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা ও স্লোগানের মাধ্যমে অডিটোরিয়াম প্রাঙ্গণে জমায়েত হন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সম্মেলনে আগত প্রার্থীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সেকেন্দার আলী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট রিনা পারভীন, জেলা আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ অনেক নেতৃবৃন্দ।
ব্যারিস্টার নওশাদ জমির বলেন, “আমরা সবসময় গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করি। ইউনিয়ন পর্যায়ে গণতান্ত্রিকভাবে কমিটি গঠন হয়েছে, আজকের সম্মেলন তারই ধারাবাহিকতা। সম্পূর্ণ নির্বাচনভিত্তিক পরিবেশে এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।”
পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেন, “এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে আমাদের দল আরও সুসংগঠিত হবে এবং নেতার ৩১ দফা সংস্কার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।”
দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকেলে। এতে ৭১০ জন কাউন্সিলর ব্যালট পেপারের মাধ্যমে ভোট প্রদান করেন। নির্বাচনের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন।
নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট খয়রুল ইসলাম এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সাদেকুর ইসলাম।