মহাসমাবেশে হেফাজতের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

- আপডেট সময় ০৪:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / 10
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আগামী ২৩ মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (৩ মে) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে সংগঠনটির মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন।
সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করে সাজেদুর রহমান বলেন, “আমরা অতীতের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে ৫ মে ২০১৩ সালের শাপলা চত্বরে নিহত ছাত্র-শিক্ষকদের এবং ‘জুলাই বিপ্লবে’ শহিদ হওয়া ৮৪ জন মাদরাসা ছাত্র-শিক্ষকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।”
তিনি জানান, দীর্ঘদিন ধরে হেফাজতের নেতাকর্মীদের নামে থাকা মামলা এখনো প্রত্যাহার করা হয়নি। এমনকি ‘শাপলা ট্র্যাজেডির’ কোনো বিচার হয়নি। তাই দাবিগুলোর প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “দেশের নানা ইস্যুতে সরকার যখন হাজারো দাবি মেনে নিচ্ছে, তখন আমাদের ন্যায্য দাবি মানতে এত গড়িমসি কেন?”
সমাবেশে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম থেকে বিপুল উপস্থিতি লক্ষ করা যায়।
হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী সমাবেশে বলেন, “সরকার যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন মামলাগুলো ঝুলে থাকলে নির্বাচনের পর নতুন সরকার এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। ফলে আমরা রাজনৈতিকভাবে বিপদে পড়ে যাব।”
তিনি আরও বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছি। এর মাধ্যমে আমরা সরকারের কাছে আমাদের দাবি জানিয়ে দিলাম। যদি সময়মতো প্রতিক্রিয়া না আসে, তবে ২৩ মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।”
সমাবেশ থেকে জানানো হয়, হেফাজতের চার দফা দাবির মধ্যে রয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, ৫ মে ‘গণহত্যার’ বিচার এবং ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে নেওয়া সব ‘ষড়যন্ত্রমূলক’ পদক্ষেপ বন্ধ করা।
মহাসমাবেশ শেষে নেতারা সবার প্রতি আহ্বান জানান, ২৩ মে’র কর্মসূচিকে সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে।