ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত বেড়ে ৪, গুলিবিদ্ধ আরও ৯ জন কারফিউর ভেতর থমথমে গোপালগঞ্জ, সড়কে এখনও পড়ে আছে সহিংসতার চিহ্ন গাজায় টানা ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারালেন ৯৩ ফিলিস্তিনি গ্রিসের মাইগ্রেশন মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেখ মেহেদীর বোলিংয়েই লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ: আসালাঙ্কা গোপালগঞ্জের প্রশাসনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবি জামায়াত নেতা হাফিজের কচুরিপানার নিচে শিশুর মরদেহ জয়পুরহাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১ জন সিলেট-সুনামগঞ্জ সীমান্ত ৫৫ বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ

চীনের আগ্রহ: বাংলাদেশ থেকে ইলিশ আমদানির পরিকল্পনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 42

ছবি সংগৃহীত

 

বাংলাদেশের গর্ব ও জাতীয় মাছ ‘রুপালি ইলিশ’ আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহ জানান।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠককালে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বশির বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং বন্ধুত্বপূর্ণ দেশ। তিনি জানান, অধিক বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ রয়েছে।

তিনি চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে কৃষি, পরিবহন, কৃষি-যন্ত্রপাতি ও স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগের প্রয়োজনীয়তা অনেক। বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর এবং আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক হ্রাসের প্রয়োজন আছে।
বাণিজ্য উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশে ট্রাক উৎপাদন কারখানা স্থাপন এবং কৃষির আধুনিকীকরণের মাধ্যমে উভয় দেশের জন্য সুফল বয়ে আনা সম্ভব।

ইয়াও ওয়েন জানান, ৩০টি চীনা কোম্পানি চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। তিনি আরও বলেন, চীনে বাংলাদেশি ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে এবং ইলিশ রপ্তানির মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ আছে। রাষ্ট্রদূত প্রাথমিকভাবে ১,০০০ মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি আরও উল্লেখ করেন, চীন বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে এবং এসব খাতে বিনিয়োগ বাড়াতে চায়। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান এ সময় উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

চীনের আগ্রহ: বাংলাদেশ থেকে ইলিশ আমদানির পরিকল্পনা

আপডেট সময় ১০:০০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

 

বাংলাদেশের গর্ব ও জাতীয় মাছ ‘রুপালি ইলিশ’ আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহ জানান।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠককালে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বশির বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং বন্ধুত্বপূর্ণ দেশ। তিনি জানান, অধিক বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ রয়েছে।

তিনি চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে কৃষি, পরিবহন, কৃষি-যন্ত্রপাতি ও স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগের প্রয়োজনীয়তা অনেক। বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর এবং আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক হ্রাসের প্রয়োজন আছে।
বাণিজ্য উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশে ট্রাক উৎপাদন কারখানা স্থাপন এবং কৃষির আধুনিকীকরণের মাধ্যমে উভয় দেশের জন্য সুফল বয়ে আনা সম্ভব।

ইয়াও ওয়েন জানান, ৩০টি চীনা কোম্পানি চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। তিনি আরও বলেন, চীনে বাংলাদেশি ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে এবং ইলিশ রপ্তানির মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ আছে। রাষ্ট্রদূত প্রাথমিকভাবে ১,০০০ মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি আরও উল্লেখ করেন, চীন বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে এবং এসব খাতে বিনিয়োগ বাড়াতে চায়। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান এ সময় উপস্থিত ছিলেন।