দ্রুত চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বেবিচক চেয়ারম্যানের আশ্বাস

- আপডেট সময় ০৫:০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / 10
ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ সিদ্দিক। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেবিচকের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “চাকরিতে যোগদানের পরপরই থার্ড টার্মিনাল নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছি। প্রত্যেকের স্বার্থ বিবেচনায় রেখে দ্রুত টার্মিনালটি চালুর লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”
বেবিচক চেয়ারম্যান আরও জানান, জনগণের দৃষ্টি এখন এই টার্মিনালের দিকে। তাই এটি সময়মতো কার্যক্রমে আনা তার প্রথম বড় চ্যালেঞ্জ।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ফ্লাই জোন এলাকায় চিহ্নিত ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে রাজউককে চিঠি পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, তারা দ্রুত ব্যবস্থা নেবে।
দুর্নীতির প্রসঙ্গে হাসান মাহমুদ বলেন, “বেবিচকে দুর্নীতি নেই— এমন দাবি আমি করবো না। তবে আমি নিশ্চিত করতে চাই, আমার উপস্থিতিতে কেউ দুর্নীতির মাধ্যমে পার পাবে না। সততা বজায় রেখে সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও জানান, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন দ্রুত শেষ করে সেটিও দ্রুত চালুর প্রস্তুতি চলছে।
মতবিনিময় সভায় বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। চেয়ারম্যান মিডিয়ার ভূমিকাকে গুরুত্ব দিয়ে বলেন, “দেশের স্বার্থে আমরা একে অপরের সহযোগী হয়ে কাজ করতে চাই। আপনাদের সহায়তা আমাদের প্রত্যাশা।”