০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

সায়মা ও জয় পরিচালিত ফাউন্ডেশনের অনুদান ও আয়কর নথি চেয়ে এনবিআরে চিঠি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 121

ছবি: সংগৃহীত

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের ‘সূচনা ফাউন্ডেশন’ এবং ছেলে সজিব ওয়াজেদ জয়ের ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)’–এর অনুদান ও আয়কর মওকুফ সংক্রান্ত নথিপত্র তলব করেছে। এ বিষয়ে আজ (১৪ জুলাই, সোমবার) মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)–কে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।

দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলামের পাঠানো চিঠিতে ২০১৬ সালের এসআরও নং-৮৭-আইন/২০১৬ অনুযায়ী সূচনা ফাউন্ডেশনের অনুকূলে দান ও অনুদান প্রদানকারীদের আয়কর মওকুফ সংক্রান্ত মূল নথিপত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, পদবি, ঠিকানা এবং কর্মবণ্টন তালিকার সত্যায়িত অনুলিপি চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, সায়মা ওয়াজেদ ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) তহবিলের অর্থ আত্মসাত এবং সিআরআই-এর মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহারের অভিযোগে দুদক অনুসন্ধান চালাচ্ছে। সাত সদস্যের একটি টিম তদন্তের দায়িত্ব পালন করছে, যার নেতৃত্বে আছেন উপপরিচালক মো. মনিরুল ইসলাম।

চলতি বছরের ১০ ফেব্রুয়ারি এনবিআর সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল করে। এর আগে ২০১৬ ও ২০২৩ সালের দুটি প্রজ্ঞাপনে অটিজম ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে নিয়োজিত এ ফাউন্ডেশনকে আয়কর মওকুফের সুবিধা দেওয়া হয়েছিল।

এছাড়া, গত ২০ মার্চ এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও সায়মা ওয়াজেদের বিরুদ্ধে ৩৩ কোটি টাকার সিএসআর অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। একইদিন সায়মা ওয়াজেদের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে ভুয়া তথ্য দিয়ে নিয়োগ পাওয়ার অভিযোগেও একটি মামলা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালে ২০টি ব্যাংক থেকে চাপ প্রয়োগ করে সূচনা ফাউন্ডেশনের অনুকূলে ৩৩ কোটি ৫ লাখ টাকা আদায় করা হয়, যার কোনো ব্যয়ের নথিপত্র পাওয়া যায়নি। ২৯ জানুয়ারি দুদকের অভিযানে ফাউন্ডেশনের কার্যালয় না থাকাসহ সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলে।

২০১৪ সালে প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশন মানসিক প্রতিবন্ধিতা, স্নায়ুবিক জটিলতা, অটিজম ও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকে। এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন সায়মা ওয়াজেদ পুতুল।

নিউজটি শেয়ার করুন

সায়মা ও জয় পরিচালিত ফাউন্ডেশনের অনুদান ও আয়কর নথি চেয়ে এনবিআরে চিঠি

আপডেট সময় ০১:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের ‘সূচনা ফাউন্ডেশন’ এবং ছেলে সজিব ওয়াজেদ জয়ের ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)’–এর অনুদান ও আয়কর মওকুফ সংক্রান্ত নথিপত্র তলব করেছে। এ বিষয়ে আজ (১৪ জুলাই, সোমবার) মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)–কে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।

দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলামের পাঠানো চিঠিতে ২০১৬ সালের এসআরও নং-৮৭-আইন/২০১৬ অনুযায়ী সূচনা ফাউন্ডেশনের অনুকূলে দান ও অনুদান প্রদানকারীদের আয়কর মওকুফ সংক্রান্ত মূল নথিপত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, পদবি, ঠিকানা এবং কর্মবণ্টন তালিকার সত্যায়িত অনুলিপি চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, সায়মা ওয়াজেদ ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) তহবিলের অর্থ আত্মসাত এবং সিআরআই-এর মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহারের অভিযোগে দুদক অনুসন্ধান চালাচ্ছে। সাত সদস্যের একটি টিম তদন্তের দায়িত্ব পালন করছে, যার নেতৃত্বে আছেন উপপরিচালক মো. মনিরুল ইসলাম।

চলতি বছরের ১০ ফেব্রুয়ারি এনবিআর সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল করে। এর আগে ২০১৬ ও ২০২৩ সালের দুটি প্রজ্ঞাপনে অটিজম ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে নিয়োজিত এ ফাউন্ডেশনকে আয়কর মওকুফের সুবিধা দেওয়া হয়েছিল।

এছাড়া, গত ২০ মার্চ এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও সায়মা ওয়াজেদের বিরুদ্ধে ৩৩ কোটি টাকার সিএসআর অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। একইদিন সায়মা ওয়াজেদের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে ভুয়া তথ্য দিয়ে নিয়োগ পাওয়ার অভিযোগেও একটি মামলা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালে ২০টি ব্যাংক থেকে চাপ প্রয়োগ করে সূচনা ফাউন্ডেশনের অনুকূলে ৩৩ কোটি ৫ লাখ টাকা আদায় করা হয়, যার কোনো ব্যয়ের নথিপত্র পাওয়া যায়নি। ২৯ জানুয়ারি দুদকের অভিযানে ফাউন্ডেশনের কার্যালয় না থাকাসহ সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলে।

২০১৪ সালে প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশন মানসিক প্রতিবন্ধিতা, স্নায়ুবিক জটিলতা, অটিজম ও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকে। এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন সায়মা ওয়াজেদ পুতুল।