ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বড় ধরনের অপরাধ বেড়েছে এমন অভিযোগের পেছনে কোনো শক্ত ভিত্তি নেই: প্রেস উইং শীর্ষ নেতৃত্বকে হেয় করতেই মিটফোর্ড হত্যাকাণ্ডকে ব্যবহার করা হচ্ছে: মির্জা ফখরুল ফরিদপুরে মোবাইল ব্যাংকিং প্রতারণা চক্রের মূলহোতাসহ ৫ সদস্য আটক ভৈরবে বাসচাপায় বিভাটেকের চালক-যাত্রী নিহত, আহত আরও ২ তারেক রহমানকে টার্গেট করে চলছে আন্তর্জাতিক ষড়যন্ত্র: রিজভী পাবনায় পুকুরে ভাসমান অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা দিয়ে মাউশির চিঠি চীনের সামরিক তৎপরতা ও খনিজ রপ্তানিতে উদ্বিগ্ন জাপান যশোরে দুটি ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক ও হেলপার নিহত গুপ্তচরবৃত্তিতে মৃত্যুদণ্ড ও সম্পত্তি জব্দের আইন পাস করলো ইরান

জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ উপলক্ষে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 12

ছবি: সংগৃহীত

 

জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে পুনর্জাগরণ অনুষ্ঠানমালার বিষয়ে আজ সোমবার সংবাদ সম্মেলন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুপুর ২টায় রাজধানীর গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে, আজই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপিত হচ্ছে ‘জুলাই উইমেন্স ডে’। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হবে। আয়োজনের মধ্যে রয়েছে অডিও-ভিডিও প্রদর্শনী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ড্রোন শো।

অনুষ্ঠানগুলো বাস্তবায়নে যৌথভাবে কাজ করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দিবসটির তাৎপর্য তুলে ধরতে এবং তরুণ প্রজন্মের মধ্যে ইতিহাসচেতনা জাগ্রত করতেই এমন আয়োজন করা হয়েছে।

এ ছাড়া আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী, ছাত্রনেতা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

প্রসঙ্গত, জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। এই আন্দোলনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা ও পরিবর্তনের ধারা স্পষ্ট হয়েছিল। প্রতিবছর এ উপলক্ষে বিভিন্ন আয়োজনের মাধ্যমে গণতন্ত্র, নারীর ভূমিকা এবং সামাজিক আন্দোলনের প্রভাবকে নতুনভাবে মূল্যায়ন করা হয়।

চলতি বছরের অনুষ্ঠানমালায় প্রযুক্তির আধুনিক ব্যবহারের মাধ্যমে ইতিহাসকে আরও নিবিড়ভাবে উপস্থাপন করার প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের মতে, এসব আয়োজন শুধু স্মরণ নয়, বরং ভবিষ্যতের পথচলায় শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবেও কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ উপলক্ষে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন আজ

আপডেট সময় ১০:২৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

 

জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে পুনর্জাগরণ অনুষ্ঠানমালার বিষয়ে আজ সোমবার সংবাদ সম্মেলন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুপুর ২টায় রাজধানীর গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে, আজই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপিত হচ্ছে ‘জুলাই উইমেন্স ডে’। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হবে। আয়োজনের মধ্যে রয়েছে অডিও-ভিডিও প্রদর্শনী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ড্রোন শো।

অনুষ্ঠানগুলো বাস্তবায়নে যৌথভাবে কাজ করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দিবসটির তাৎপর্য তুলে ধরতে এবং তরুণ প্রজন্মের মধ্যে ইতিহাসচেতনা জাগ্রত করতেই এমন আয়োজন করা হয়েছে।

এ ছাড়া আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী, ছাত্রনেতা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

প্রসঙ্গত, জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। এই আন্দোলনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা ও পরিবর্তনের ধারা স্পষ্ট হয়েছিল। প্রতিবছর এ উপলক্ষে বিভিন্ন আয়োজনের মাধ্যমে গণতন্ত্র, নারীর ভূমিকা এবং সামাজিক আন্দোলনের প্রভাবকে নতুনভাবে মূল্যায়ন করা হয়।

চলতি বছরের অনুষ্ঠানমালায় প্রযুক্তির আধুনিক ব্যবহারের মাধ্যমে ইতিহাসকে আরও নিবিড়ভাবে উপস্থাপন করার প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের মতে, এসব আয়োজন শুধু স্মরণ নয়, বরং ভবিষ্যতের পথচলায় শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবেও কাজ করবে।