ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত অর্ধশতাধিক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ২৯৪ জন ভর্তি, মৃত্যু নেই মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে ভাইরাল আলভিসহ ৪ জন গ্রেফতার পুরনো খেলায় নতুন প্লেয়ার না, নিয়মই বদলাতে এসেছি”: নাহিদ ইসলাম গাজায় নিজেদের ছোড়া ভূল গুলিতে নিহত ৩১ ইসরাইলি সেনা পবিত্র আশুরা মুসলিমদের জন্য গভীর শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের দিন: তারেক রহমান ৩৭টি সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিদ্যুৎকেন্দ্র মালিকদের বোরো ধানের উৎপাদন বৃদ্ধি, শিগগিরই চালের বাজার স্বাভাবিক হবে: খাদ্য উপদেষ্টা সিরিয়ার নতুন জাতীয় প্রতীক ‘সোনালি ঈগল’ উন্মোচন সিলেটে ৫ দফা দাবিতে পরিবহন ধর্মঘট, কর্মসূচি জারি রাখতে ৪৮ ঘণ্টার হুঁশিয়ারি

প্রধান উপদেষ্টার ঘোষণার আলোকে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২২:০২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

প্রধান উপদেষ্টার ঘোষণার আলোকে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “নির্বাচন আয়োজনের বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সরকার যখনই তারিখ ঘোষণা করবে, তখনই নির্বাচন সম্পন্ন হবে।”

শনিবার (৫ জুলাই) সকালে বান্দরবান জেলা মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে মেঘলা পর্যটন এলাকায় নবনির্মিত জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, মডেল মসজিদ সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মানুষ মসজিদমুখী হলে অপরাধপ্রবণতা কমে যায়। কোরআন শরিফেও বলা হয়েছে, নামাজ মানুষের মধ্যে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত থাকার শক্তি জোগায়।

প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে বান্দরবান জেলার মেঘলা পর্যটন এলাকায় এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।

ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এসময় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পৌর প্রশাসক এস এম মঞ্জুরুল হক এবং জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সেলিম উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এই মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র ধর্মীয় শিক্ষা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি পর্যটন এলাকায় অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ সহজ হবে বলেও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের প্রকল্পের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে দৃষ্টিনন্দন ও আধুনিক সুবিধাসম্পন্ন মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে, যার মাধ্যমে ধর্মীয় অনুশীলন সহজতর করার পাশাপাশি নৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

প্রধান উপদেষ্টার ঘোষণার আলোকে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০৪:২২:০২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

প্রধান উপদেষ্টার ঘোষণার আলোকে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “নির্বাচন আয়োজনের বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সরকার যখনই তারিখ ঘোষণা করবে, তখনই নির্বাচন সম্পন্ন হবে।”

শনিবার (৫ জুলাই) সকালে বান্দরবান জেলা মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে মেঘলা পর্যটন এলাকায় নবনির্মিত জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, মডেল মসজিদ সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মানুষ মসজিদমুখী হলে অপরাধপ্রবণতা কমে যায়। কোরআন শরিফেও বলা হয়েছে, নামাজ মানুষের মধ্যে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত থাকার শক্তি জোগায়।

প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে বান্দরবান জেলার মেঘলা পর্যটন এলাকায় এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।

ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এসময় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পৌর প্রশাসক এস এম মঞ্জুরুল হক এবং জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সেলিম উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এই মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র ধর্মীয় শিক্ষা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি পর্যটন এলাকায় অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ সহজ হবে বলেও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের প্রকল্পের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে দৃষ্টিনন্দন ও আধুনিক সুবিধাসম্পন্ন মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে, যার মাধ্যমে ধর্মীয় অনুশীলন সহজতর করার পাশাপাশি নৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হচ্ছে।