দেশ গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান তারেক রহমানের

- আপডেট সময় ১১:২২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / 6

ছবি সংগৃহীতলন্ডন, ১৯ মে (বাসস) - বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। দেশের উন্নয়নে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকা স্বাভাবিক, যা গণতন্ত্রের অংশ। তবে দেশকে আন্তর্জাতিকভাবে এগিয়ে নেওয়া, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মসংস্থান সৃষ্টি করাই এখন প্রধান লক্ষ্য।
লন্ডন, ১৯ মে (বাসস) – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। দেশের উন্নয়নে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকা স্বাভাবিক, যা গণতন্ত্রের অংশ। তবে দেশকে আন্তর্জাতিকভাবে এগিয়ে নেওয়া, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মসংস্থান সৃষ্টি করাই এখন প্রধান লক্ষ্য।
লন্ডনের স্থানীয় সময় রবিবার (১৮ মে) একটি হোটেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বহির্বিশ্বে যারা দেশকে প্রতিনিধিত্ব করবে, তাদের দায়িত্ব রাষ্ট্র নেবে। দেশের প্রতিটি বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠা করা হবে। খেলোয়াড় তৈরির জন্য প্রয়োজনে শিক্ষাক্রমে পরিবর্তন আনা হবে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে চারটি বিভাগে বিকেএসপি রয়েছে। বিএনপি সরকার গঠন করলে প্রথম পর্যায়ে সকল বিভাগে একটি করে বিকেএসপি স্থাপন করবে, যাতে মানসম্পন্ন খেলোয়াড় তৈরি হন। যারা খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, তাদের সার্বিক দায়িত্ব রাষ্ট্র বহন করবে।
ঢাকা শহরের খেলার মাঠের অভাবের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরির পরিকল্পনা তাদের রয়েছে। অন্তত দুটি ওয়ার্ডের মাঝে তিন থেকে চার বিঘা জমি বের করে সেখানে খেলার মাঠ তৈরি করা হবে, যেখানে শিশুরা খেলবে এবং বয়স্করা হাঁটবেন।
স্কুলের পাঠ্যক্রম ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, সেখানে খেলাধুলা এবং দ্বিতীয় বা তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত করা হবে এবং এর জন্য পরীক্ষায় আলাদা নম্বর বরাদ্দ থাকবে।
তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে নির্বাচন দাবি করেন। তিনি বলেন, এই নির্বাচনের জন্য তাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছেন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। এটি জনগণের রাজনৈতিক অধিকার এবং এর মাধ্যমে একটি কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা করতে চান তারা।
ছোট ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করে তারেক রহমান তার স্মৃতিচারণ করেন এবং তার গুণাবলী তুলে ধরেন। আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের শরফরাজ আহমেদ শরফুর পরিচালনায় এবং আবু নাসের শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আমিনুল হক, হুমায়ুন কবীর, মীর শাহে আলম, মোশারফ হোসেন, আনিসুর রহমান খোকন তালুকদার, ডা. সরকার মাহমুদ আহমেদ শামীম প্রমুখ।
অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন— ফজলে রহমান (পিনাক), শেখ সাদেক, ডালিয়া বিনতে লাকুরিয়া, আরিফুল ইসলাম উজ্জ্বল, শাকিল চৌধুরী, আব্দুস সামাদ রাজ, ফাহিদুল আলম (ফরহাদ), অঞ্জনা আলম, মনোয়ার হোসেন, আলম শিমু, শফিউল আলম মুরাদ, কামরুজ্জামান চৌধুরী পাউন্ড, তুহিন মোল্লা প্রমুখ।