শীর্ষে অনলাইন রিটার্ন দাখিল: আয়কর সেবায় নতুন রেকর্ড

- আপডেট সময় ০৬:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 4
দেশে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। চলতি অর্থবছরের এ পর্যন্ত ১৬ লাখেরও বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন, যা আগের যেকোনো সময়ের তুলনায় রেকর্ড পরিমাণ। একই সঙ্গে ২০ লাখের অধিক করদাতা ইতোমধ্যে এই সেবার জন্য অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছেন।
বুধবার (৭ মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংস্থাটির মতে, করদাতাবান্ধব নীতিমালা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক সেবার ফলে করদাতারা সহজেই আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন, ফলে অনলাইনে দাখিলের পরিমাণ ক্রমশই বাড়ছে।
এনবিআর আরও জানায়, আয়কর দিবস শেষ হলেও অনলাইন রিটার্ন দাখিলের সেবা চালু রয়েছে, ফলে করদাতারা নিরবচ্ছিন্নভাবে এই সুবিধা গ্রহণ করতে পারছেন। এতে করে সময় ও শ্রম সাশ্রয় হওয়ায় করদাতারা আগ্রহী হয়ে উঠছেন অনলাইন পদ্ধতির প্রতি।
রিটার্ন দাখিলের পর কোনো ভুল বা অসঙ্গতি ধরা পড়লে, সেটি সংশোধনের সুযোগও রয়েছে। আয়কর আইন ২০২৩-এর ১৮০(১) ধারা অনুযায়ী, মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে করদাতা সংশোধিত রিটার্ন জমা দিতে পারেন। এই সেবাটিও সম্পূর্ণ অনলাইনভিত্তিক হওয়ায় প্রক্রিয়া হয়েছে আরও সহজ ও স্বচ্ছ।
এ পর্যন্ত ৭ হাজার ২২৫ জন করদাতা সংশোধিত রিটার্ন অনলাইনের মাধ্যমেই দাখিল করেছেন বলে জানিয়েছে এনবিআর।
বিশেষজ্ঞরা মনে করছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে আয়কর সেবার এই অগ্রগতি কর সচেতনতা বৃদ্ধি, স্বচ্ছতা এবং রাজস্ব আহরণে বড় ভূমিকা রাখবে। করদাতাদের মধ্যে সেবাপ্রাপ্তির সন্তুষ্টি ও আস্থা বৃদ্ধির পাশাপাশি কর নীতির প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলার দিকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এনবিআরের এই ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ ভবিষ্যতে কর প্রশাসনে আরও গতিশীলতা আনবে বলেও ধারণা বিশ্লেষকদের।