ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের উদ্যোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, “প্রবাসী ভোটারদের ভোটাধিকার আমাদের প্রয়োজন। আমাদের মোট ভোটারদের প্রায় ১০ শতাংশই প্রবাসী। তাদের ভোটিং সিস্টেমে অন্তর্ভুক্ত করা আমাদের অন্যতম লক্ষ্য।”

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ক এক সংলাপে তিনি এ কথা বলেন। দিনব্যাপী এ সংলাপে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সানাউল্লাহ আরও বলেন, “বিশ্বের ১৭৮টি দেশের মধ্যে ১১৫টি দেশের প্রবাসীরা নিজ নিজ দেশের জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন। ২০ শতাংশ দেশে আবার প্রবাসী ভোটারদের ভোটদানের হার দেশীয় ভোটারদের তুলনায় বেশি। এসব দেশে প্রবাসীরা কেবল জাতীয় নির্বাচনে ভোট প্রদান করে থাকেন।”

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায়ও প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। তাদের যুক্ত করা গেলে নির্বাচন আরও গ্রহণযোগ্য ও প্রতিনিধিত্বমূলক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংলাপে উপস্থিত নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “প্রবাসীরা যদি ভোট দিতে না পারেন, তাহলে ভোটের কাস্ট হারে নেতিবাচক প্রভাব পড়ে। আমরা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই জাতীয় উৎসবে প্রবাসীদেরও সম্পৃক্ত করতে চাই।”

তিনি জানান, নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারে অন্তর্ভুক্ত করার বিষয়ে নীতিগতভাবে অঙ্গীকারবদ্ধ এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের উদ্যোগ

আপডেট সময় ০৩:৪৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

 

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, “প্রবাসী ভোটারদের ভোটাধিকার আমাদের প্রয়োজন। আমাদের মোট ভোটারদের প্রায় ১০ শতাংশই প্রবাসী। তাদের ভোটিং সিস্টেমে অন্তর্ভুক্ত করা আমাদের অন্যতম লক্ষ্য।”

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ক এক সংলাপে তিনি এ কথা বলেন। দিনব্যাপী এ সংলাপে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সানাউল্লাহ আরও বলেন, “বিশ্বের ১৭৮টি দেশের মধ্যে ১১৫টি দেশের প্রবাসীরা নিজ নিজ দেশের জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন। ২০ শতাংশ দেশে আবার প্রবাসী ভোটারদের ভোটদানের হার দেশীয় ভোটারদের তুলনায় বেশি। এসব দেশে প্রবাসীরা কেবল জাতীয় নির্বাচনে ভোট প্রদান করে থাকেন।”

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায়ও প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। তাদের যুক্ত করা গেলে নির্বাচন আরও গ্রহণযোগ্য ও প্রতিনিধিত্বমূলক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংলাপে উপস্থিত নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “প্রবাসীরা যদি ভোট দিতে না পারেন, তাহলে ভোটের কাস্ট হারে নেতিবাচক প্রভাব পড়ে। আমরা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই জাতীয় উৎসবে প্রবাসীদেরও সম্পৃক্ত করতে চাই।”

তিনি জানান, নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারে অন্তর্ভুক্ত করার বিষয়ে নীতিগতভাবে অঙ্গীকারবদ্ধ এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।