পুলিশের ১১০ কর্মকর্তাকে এসআই থেকে ইন্সপেক্টর পদে উত্তরণ

- আপডেট সময় ০৭:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / 3
বাংলাদেশ পুলিশে কর্মরত ১১০ জন সাব-ইন্সপেক্টর (এসআই) কর্মকর্তাকে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) পুলিশ সদর দপ্তরের রিক্রুটমেন্ট ও ক্যারিয়ার প্ল্যানিং-২ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদ থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ৬০ জন কর্মকর্তা। এছাড়া, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদ থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ৪৫ জন কর্মকর্তা।
এছাড়া পুলিশ সার্জেন্ট পদ থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি পেয়েছেন ৫ জন কর্মকর্তা।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বিভাগের সকল নিয়ম-কানুন ও যোগ্যতা যাচাইয়ের পর এই পদোন্নতি দেওয়া হয়েছে। কর্মকর্তাদের দক্ষতা, শৃঙ্খলা ও মাঠপর্যায়ের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতেই পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা এখন থেকে সংশ্লিষ্ট পদে দায়িত্ব পালন করবেন এবং তাদের নতুন কর্মস্থল নির্ধারণ করা হবে পুলিশের অভ্যন্তরীণ নির্দেশনার ভিত্তিতে। পদোন্নতির এই ধারা পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ কাঠামোকে আরও সুসংগঠিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে এই পদোন্নতির খবরে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। অনেকেই জানিয়েছেন, এটি তাদের দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি। পাশাপাশি এই অর্জন তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তারা।
পুলিশ বাহিনীতে এ ধরনের ধারাবাহিক পদোন্নতি কার্যক্রম মনোবল বৃদ্ধির পাশাপাশি বাহিনীর সক্ষমতা ও পেশাগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।