০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :

জিকে শামীম অর্থ পাচার মামলায় খালাস, বা ১০ বছরের সাজা বাতিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 102

ছবি: সংগৃহীত

 

টাকা বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা জিকে শামীমকে খালাস দিয়েছেন হাইকোর্ট।১৯৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ১০ বছরের কারাদণ্ড দণ্ডিত হয়েছিলেন তিনি। একইসঙ্গে চার বছরের সাজা পাওয়া তার সাত দেহরক্ষীও একই মামলায় খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

বিজ্ঞাপন

খালাসপ্রাপ্ত সাত দেহরক্ষী হলেন: মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম ওরফে শরীফ, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন এবং মো. আনিছুল ইসলাম।

এর আগে, ঢাকার বিশেষ জজ আদালত-১০ গত বছরের ১৭ জুলাই জিকে শামীমকে ১০ বছরের কারাদণ্ড ও সাত দেহরক্ষীকে চার বছরের করে কারাদণ্ড দেন। একইসঙ্গে তাদের সম্মিলিতভাবে তিন কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সাজা ঘোষণা করেন আদালত।

সেই রায়ে জিকে শামীমের ব্যাংক হিসাব ও জব্দ সম্পদ অবমুক্ত করার আদেশও দেওয়া হয়।

পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। হাইকোর্টে শুনানিতে তাদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস, পারভেজ হোসেন, জাহিদ হোসেন দোলন, জোবায়ের হোসেন সজিব ও জিয়াউর রশিদ টিপু।

আইনজীবী পারভেজ হোসেন জানিয়েছেন, হাইকোর্টে করা আপিল মঞ্জুর করে সব আসামিকে খালাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

জিকে শামীম অর্থ পাচার মামলায় খালাস, বা ১০ বছরের সাজা বাতিল

আপডেট সময় ০৭:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

 

টাকা বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা জিকে শামীমকে খালাস দিয়েছেন হাইকোর্ট।১৯৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ১০ বছরের কারাদণ্ড দণ্ডিত হয়েছিলেন তিনি। একইসঙ্গে চার বছরের সাজা পাওয়া তার সাত দেহরক্ষীও একই মামলায় খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

বিজ্ঞাপন

খালাসপ্রাপ্ত সাত দেহরক্ষী হলেন: মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম ওরফে শরীফ, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন এবং মো. আনিছুল ইসলাম।

এর আগে, ঢাকার বিশেষ জজ আদালত-১০ গত বছরের ১৭ জুলাই জিকে শামীমকে ১০ বছরের কারাদণ্ড ও সাত দেহরক্ষীকে চার বছরের করে কারাদণ্ড দেন। একইসঙ্গে তাদের সম্মিলিতভাবে তিন কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সাজা ঘোষণা করেন আদালত।

সেই রায়ে জিকে শামীমের ব্যাংক হিসাব ও জব্দ সম্পদ অবমুক্ত করার আদেশও দেওয়া হয়।

পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। হাইকোর্টে শুনানিতে তাদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস, পারভেজ হোসেন, জাহিদ হোসেন দোলন, জোবায়ের হোসেন সজিব ও জিয়াউর রশিদ টিপু।

আইনজীবী পারভেজ হোসেন জানিয়েছেন, হাইকোর্টে করা আপিল মঞ্জুর করে সব আসামিকে খালাস দেওয়া হয়েছে।