ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নীলফামারীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয়ে এসএসসিতে সবাই ফেল, বইছে সমালোচনার ঝড় নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ সশস্ত্র দস্যু নিহত সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৮৪ জন তরুণদের হতে হবে ডিজিটাল ভবিষ্যতের সহ-নির্মাতা: জাতিসংঘ মহাসচিব লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মোংলা বন্দরে রেকর্ড রাজস্ব আদায় ও জাহাজ আগমন ইসির তফসিলে যুক্ত হচ্ছে আরও ৪৬টি প্রতীক, তফসিলে মোট সংখ্যা দাঁড়াবে ১১৫ এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ জুলাই থেকে এসএসসি-সমমান পরীক্ষায় পাস করেনি ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাহাড় ধ্বসে আশঙ্কায় বান্দরবানের ৯০টি রিসোর্ট বন্ধ মানিকগঞ্জে সাপের কামড়ে মৃত্যু নয়, গাফিলতিতেই গেল ৬ বছরের মুন্নির প্রাণ

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

রাশিয়া আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত ২ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। শহরের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনাও ঘটেছে।

কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার ভোরের দিকে শহরের অন্তত ছয়টি জেলায় এই ড্রোন হামলা হয়েছে। এর মধ্যে শহরের কেন্দ্রীয় শেভচেনকিভস্কি জেলায় একটি আবাসিক ভবনের ছাদে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে। আগুন লেগেছে বেশ কিছু ভবনে, যানবাহনে, অফিস ও গুদামঘরে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে রাতের আকাশে বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। যদিও ছবিগুলোর সত্যতা নিশ্চিত করেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। তবে সেসব ভিডিওতে দেখা গেছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো হামলা প্রতিহত করতে কাজ করছে।

শহরের পডিলস্কি জেলায় একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো।

অঞ্চলটির সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, “দুর্ভাগ্যজনকভাবে আমাদের দুজন নাগরিক নিহত হয়েছেন। রুশদের এই হামলায় তাঁদের প্রাণ গেছে। এটা আমাদের জন্য এক ভয়াবহ ক্ষতি।”

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, কিয়েভ ছাড়াও দেশের একাধিক অঞ্চলে ড্রোন হামলার ঝুঁকি রয়েছে। তবে কিয়েভের বাইরের এলাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই হামলার প্রেক্ষিতে কিয়েভের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত এয়ার রেইড সাইরেন বন্ধ হয়। শহরে ধোঁয়ার পরিমাণ বেশি থাকায় বাড়ির জানালা বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে ইউক্রেন জানিয়েছিল, সেটি ছিল রাশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় আকাশপথে হামলা। তখন একযোগে ৭২৮টি ড্রোন এবং ১৩টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একাধিক শহরে আঘাত হানা হয়।

ইউক্রেনের সামরিক বাহিনী আরও আশঙ্কা প্রকাশ করেছে যে, রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েও হামলা চালাতে পারে। বর্তমান পরিস্থিতিতে কিয়েভবাসীদের জন্য নিরাপত্তা সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২

আপডেট সময় ১২:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

 

রাশিয়া আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত ২ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। শহরের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনাও ঘটেছে।

কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার ভোরের দিকে শহরের অন্তত ছয়টি জেলায় এই ড্রোন হামলা হয়েছে। এর মধ্যে শহরের কেন্দ্রীয় শেভচেনকিভস্কি জেলায় একটি আবাসিক ভবনের ছাদে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে। আগুন লেগেছে বেশ কিছু ভবনে, যানবাহনে, অফিস ও গুদামঘরে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে রাতের আকাশে বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। যদিও ছবিগুলোর সত্যতা নিশ্চিত করেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। তবে সেসব ভিডিওতে দেখা গেছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো হামলা প্রতিহত করতে কাজ করছে।

শহরের পডিলস্কি জেলায় একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো।

অঞ্চলটির সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, “দুর্ভাগ্যজনকভাবে আমাদের দুজন নাগরিক নিহত হয়েছেন। রুশদের এই হামলায় তাঁদের প্রাণ গেছে। এটা আমাদের জন্য এক ভয়াবহ ক্ষতি।”

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, কিয়েভ ছাড়াও দেশের একাধিক অঞ্চলে ড্রোন হামলার ঝুঁকি রয়েছে। তবে কিয়েভের বাইরের এলাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই হামলার প্রেক্ষিতে কিয়েভের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত এয়ার রেইড সাইরেন বন্ধ হয়। শহরে ধোঁয়ার পরিমাণ বেশি থাকায় বাড়ির জানালা বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে ইউক্রেন জানিয়েছিল, সেটি ছিল রাশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় আকাশপথে হামলা। তখন একযোগে ৭২৮টি ড্রোন এবং ১৩টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একাধিক শহরে আঘাত হানা হয়।

ইউক্রেনের সামরিক বাহিনী আরও আশঙ্কা প্রকাশ করেছে যে, রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েও হামলা চালাতে পারে। বর্তমান পরিস্থিতিতে কিয়েভবাসীদের জন্য নিরাপত্তা সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।