হেফাজতের মহাসমাবেশ আজ, সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীর ঢল

- আপডেট সময় ১১:১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / 24
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আজ শনিবার (৩ মে) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সমাবেশ চলবে বলে জানিয়েছে সংগঠনটি।
সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেফাজতের নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। বিশেষ করে সকাল থেকেই শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বরসহ আশপাশের এলাকাগুলোতে মিছিলের স্রোত লক্ষ্য করা গেছে। ঢাকা ও চট্টগ্রামের বাইরেও নানা জেলা-উপজেলা থেকে হাজারো কর্মী ঢাকায় জমায়েত হয়েছেন। সমাবেশ সফল করতে সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।
হেফাজতের একটি সূত্র জানায়, গত রমজান মাসেই ঢাকায় একটি বড় ধরনের মহাসমাবেশ আয়োজনের চিন্তা ছিল সংগঠনের। সেই সময় রাজধানীতে একাধিক বৈঠকে বসেন শীর্ষ নেতারা। মূল আলোচ্য ছিল—২০১৩ সালের ৫ মে’র ‘শাপলা চত্বরে গণহত্যা’র বিচার এবং সেই ঘটনার পর সংগঠনের নেতা-কর্মীদের নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহার।
গত ২৭ এপ্রিল কাকরাইলে হেফাজতের এক বিশেষ সভা শেষে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সাংবাদিকদের জানান, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবে ধর্মীয় বিধি-বিধানের সুস্পষ্ট লঙ্ঘন রয়েছে। তার ভাষায়, “কমিশন শনিবার যে প্রস্তাবনা দিয়েছে, তাতে ধর্মীয় মূল্যবোধকে অপমান করা হয়েছে।”
এছাড়া হেফাজতে ইসলাম সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব থেকে ‘বহুত্ববাদের’ মতো ধারণা বাতিল করে ‘আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের দাবি জানায়।
হেফাজতের চার দফা দাবির মধ্যে রয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনঃস্থাপন, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার বিচার এবং নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার।
এদিকে সমাবেশকে ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট, এবং নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।