ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের দুই দিনে ৩,৬২২ মামলা চাঁদপুরে সেরা সাঁতারু বাছাইয়ে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত, অংশগ্রহণ ২ শতাধিক সাঁতারু ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অন্তত ১৫ জন আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে সাহস জোগায়: প্রধান উপদেষ্টা হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণে ৮০০ প্রতিযোগী ইসলামবিরোধী কার্যকলাপে কঠোর অবস্থানের হুঁশিয়ারি খেলাফত আমিরের শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা, ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ জামালপুরে নগর মাতৃসদনে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু, আটক ২ নার্স দেশে করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

আজ সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 58

ছবি সংগৃহীত

 

 

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ রোববার সারাদেশে একযোগে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’। প্রতিটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ফটকের সামনেই এই কর্মসূচি পালিত হবে।

গতকাল শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের মূল ফটকের নামফলক লাল কাপড়ে ঢেকে দেন। ‘রাইজ ইন রেড’ নামের এই কর্মসূচিতে শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। তাঁদের স্লোগান ছিল ‘মামা থেকে মাস্টার, মামাবাড়ির আবদার’, ‘ষড়যন্ত্রের কালো হাত গুঁড়িয়ে দাও’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব দাও’ প্রভৃতি।

মানববন্ধনে কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম জানান, আজকের মহাসমাবেশে তাঁদের ছয় দফা দাবি বাস্তবায়নে চূড়ান্ত সময়সীমা ঘোষণা করা হবে।

এর আগে, গত বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে সৃষ্টি হয় তীব্র যানজট, সাধারণ মানুষ পড়েন দুর্ভোগে। এরপর বৃহস্পতিবার ‘রেল ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করলেও পরে তা শিথিল করেন আন্দোলনকারীরা। একই দিন শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিন বৈঠক করলেও শিক্ষার্থীরা তাতে সন্তুষ্ট হননি। ফলে আন্দোলনের ঘোষণা বহাল রাখে তারা।

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা বাতিল, পদোন্নতির রায় ও নিয়োগ বাতিল, সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত করা এবং বিতর্কিত নিয়োগবিধি সংশোধন।

শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলায়ও পালিত হচ্ছে কেন্দ্রীয় কর্মসূচি। গাজীপুরে ডুয়েট গেট থেকে বের হওয়া মিছিল গিয়ে শিববাড়ী মোড়ে অবস্থান নেয় এবং সড়ক অবরোধ করে স্লোগান দেয়।

ফরিদপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে মানববন্ধন শেষে লাল কাপড় দিয়ে ফটক ঢেকে দেওয়া হয়। বরিশালে চৌমাথা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাঁরা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না এবং আন্দোলনরতদের ওপর হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তি দাবি করেন।

পলিটেকনিক শিক্ষার্থীদের এই ধারাবাহিক আন্দোলন এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। আজকের মহাসমাবেশে দাবি বাস্তবায়নের চূড়ান্ত কর্মপন্থা জানাবে তারা।

নিউজটি শেয়ার করুন

আজ সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ

আপডেট সময় ১০:০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

 

 

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ রোববার সারাদেশে একযোগে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’। প্রতিটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ফটকের সামনেই এই কর্মসূচি পালিত হবে।

গতকাল শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের মূল ফটকের নামফলক লাল কাপড়ে ঢেকে দেন। ‘রাইজ ইন রেড’ নামের এই কর্মসূচিতে শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। তাঁদের স্লোগান ছিল ‘মামা থেকে মাস্টার, মামাবাড়ির আবদার’, ‘ষড়যন্ত্রের কালো হাত গুঁড়িয়ে দাও’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব দাও’ প্রভৃতি।

মানববন্ধনে কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম জানান, আজকের মহাসমাবেশে তাঁদের ছয় দফা দাবি বাস্তবায়নে চূড়ান্ত সময়সীমা ঘোষণা করা হবে।

এর আগে, গত বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে সৃষ্টি হয় তীব্র যানজট, সাধারণ মানুষ পড়েন দুর্ভোগে। এরপর বৃহস্পতিবার ‘রেল ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করলেও পরে তা শিথিল করেন আন্দোলনকারীরা। একই দিন শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিন বৈঠক করলেও শিক্ষার্থীরা তাতে সন্তুষ্ট হননি। ফলে আন্দোলনের ঘোষণা বহাল রাখে তারা।

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা বাতিল, পদোন্নতির রায় ও নিয়োগ বাতিল, সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত করা এবং বিতর্কিত নিয়োগবিধি সংশোধন।

শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলায়ও পালিত হচ্ছে কেন্দ্রীয় কর্মসূচি। গাজীপুরে ডুয়েট গেট থেকে বের হওয়া মিছিল গিয়ে শিববাড়ী মোড়ে অবস্থান নেয় এবং সড়ক অবরোধ করে স্লোগান দেয়।

ফরিদপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে মানববন্ধন শেষে লাল কাপড় দিয়ে ফটক ঢেকে দেওয়া হয়। বরিশালে চৌমাথা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাঁরা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না এবং আন্দোলনরতদের ওপর হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তি দাবি করেন।

পলিটেকনিক শিক্ষার্থীদের এই ধারাবাহিক আন্দোলন এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। আজকের মহাসমাবেশে দাবি বাস্তবায়নের চূড়ান্ত কর্মপন্থা জানাবে তারা।