০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা কুষ্টিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার তুরাগ নদীর ১৭ কিলোমিটার ড্রেজিংয়ে অর্থ দেবে বিশ্বব্যাংক যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারাই এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: আসিফ মাহমুদ বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩ লেবাননে সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা অনুমোদন বৈশ্বিক ড্রোন বিক্রি বাড়াতে ১৯৮৭ সালের ব্যাখ্যা পরিবর্তন করছে যুক্তরাষ্ট্র নথি ফাঁস: ২০১৯ সালে মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করে যুক্তরাজ্য–নরওয়ের মধ্যে ১০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সিরিয়া থেকে বেআইনিভাবে তেল উত্তোলন করছে SDF/YPG, AANES

সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক, আসামি হওয়ার শঙ্কা 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 41

ছবি সংগৃহীত

 

ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। অনুসন্ধানের প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে দুদক আশঙ্কা করছে, সাকিব আল হাসান দুর্নীতির মামলায় আসামি হতে পারেন।

রবিবার (আজ) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে ঈদ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। তিনি বলেন, “ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মনে হচ্ছে, তিনি মামলার আসামির তালিকায় আসতে পারেন।”

তিনি আরও বলেন, “নতুন কমিশন হিসেবে আমরা মাত্র ৭৫ কর্মদিবস পার করেছি। তবে এ অল্প সময়ের মধ্যেই কমিশন কার্যকর একটি দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানে রূপ নিচ্ছে। আমাদের কার্যক্রম আরও জোরদার হবে শততম কর্মদিবস অতিক্রমের পর।”

এসময় তিনি বলেন, ‘৫ আগস্ট থেকে শুরু হওয়া এই নতুন অধ্যায়ে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা অগ্রসর হচ্ছি, যা জনগণ নিজেই উপলব্ধি করতে পারছেন।’

ব্রিটিশ রাজনীতিক টিউলিপ সিদ্দিক প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির অভিযোগে প্রমাণের অভাবে নয়, বরং তা পুরোপুরি উড়িয়ে দিতে না পারার কারণেই তাকে পদত্যাগ করতে হয়েছে। তিনি বলেন, “ব্রিটিশ প্রধানমন্ত্রী রিশি সুনাকের সরাসরি সমর্থন থাকা সত্ত্বেও টিউলিপকে তার মন্ত্রী পদ ছাড়তে হয়েছে। এটি দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক সদিচ্ছার একটি দৃষ্টান্ত।”

এছাড়া যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান আদালতে দালিলিক প্রমাণসহ দুর্নীতির মামলা মোকাবিলা করছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, “আইনের প্রতি আস্থা রেখে আদালতের মুখোমুখি হওয়াটাই সঠিক পথ।”

দুদকের এমন অবস্থান ও সক্রিয় ভূমিকায় নতুন করে আলোচনায় এসেছে দেশের আলোচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুর্নীতির সম্ভাব্য জাল। সাকিবের মতো জনপ্রিয় একজন ক্রিকেটারের বিরুদ্ধে এই অনুসন্ধান প্রসঙ্গে ক্রীড়ামহলসহ সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক, আসামি হওয়ার শঙ্কা 

আপডেট সময় ০৮:০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

 

ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। অনুসন্ধানের প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে দুদক আশঙ্কা করছে, সাকিব আল হাসান দুর্নীতির মামলায় আসামি হতে পারেন।

রবিবার (আজ) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে ঈদ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। তিনি বলেন, “ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মনে হচ্ছে, তিনি মামলার আসামির তালিকায় আসতে পারেন।”

তিনি আরও বলেন, “নতুন কমিশন হিসেবে আমরা মাত্র ৭৫ কর্মদিবস পার করেছি। তবে এ অল্প সময়ের মধ্যেই কমিশন কার্যকর একটি দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানে রূপ নিচ্ছে। আমাদের কার্যক্রম আরও জোরদার হবে শততম কর্মদিবস অতিক্রমের পর।”

এসময় তিনি বলেন, ‘৫ আগস্ট থেকে শুরু হওয়া এই নতুন অধ্যায়ে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা অগ্রসর হচ্ছি, যা জনগণ নিজেই উপলব্ধি করতে পারছেন।’

ব্রিটিশ রাজনীতিক টিউলিপ সিদ্দিক প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির অভিযোগে প্রমাণের অভাবে নয়, বরং তা পুরোপুরি উড়িয়ে দিতে না পারার কারণেই তাকে পদত্যাগ করতে হয়েছে। তিনি বলেন, “ব্রিটিশ প্রধানমন্ত্রী রিশি সুনাকের সরাসরি সমর্থন থাকা সত্ত্বেও টিউলিপকে তার মন্ত্রী পদ ছাড়তে হয়েছে। এটি দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক সদিচ্ছার একটি দৃষ্টান্ত।”

এছাড়া যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান আদালতে দালিলিক প্রমাণসহ দুর্নীতির মামলা মোকাবিলা করছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, “আইনের প্রতি আস্থা রেখে আদালতের মুখোমুখি হওয়াটাই সঠিক পথ।”

দুদকের এমন অবস্থান ও সক্রিয় ভূমিকায় নতুন করে আলোচনায় এসেছে দেশের আলোচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুর্নীতির সম্ভাব্য জাল। সাকিবের মতো জনপ্রিয় একজন ক্রিকেটারের বিরুদ্ধে এই অনুসন্ধান প্রসঙ্গে ক্রীড়ামহলসহ সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।