১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন
জুলাই-আগস্টের গণহত্যা

গণহত্যা মামলায় তিন পুলিশ সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 131

ছবি সংগৃহীত

 

জুলাই-আগস্টের গণহত্যা মামলায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকার এসি তানজিল আহমেদসহ তিন পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

তানজিল আহমেদের বিরুদ্ধে অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে কলেজছাত্র ইমাম হাসান তাইমকে হত্যা করেন তিনি। অন্যদিকে, গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যার আসামি পুলিশ কনস্টেবল আকরাম হোসেন এবং উত্তরায় আরেকটি হত্যা মামলায় পুলিশ কনস্টেবল হোসেন আলীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

গত ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে ইমাম হাসান তাইম নিহত হন। রাজারবাগ পুলিশ লাইনসের উপপরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ছিলেন তাইম। এই ঘটনায় তাইমের মা পারভীন আক্তার বাদী হয়ে ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত থাকবেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

জুলাই-আগস্টের গণহত্যা

গণহত্যা মামলায় তিন পুলিশ সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির

আপডেট সময় ০১:০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

 

জুলাই-আগস্টের গণহত্যা মামলায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকার এসি তানজিল আহমেদসহ তিন পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

তানজিল আহমেদের বিরুদ্ধে অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে কলেজছাত্র ইমাম হাসান তাইমকে হত্যা করেন তিনি। অন্যদিকে, গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যার আসামি পুলিশ কনস্টেবল আকরাম হোসেন এবং উত্তরায় আরেকটি হত্যা মামলায় পুলিশ কনস্টেবল হোসেন আলীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

গত ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে ইমাম হাসান তাইম নিহত হন। রাজারবাগ পুলিশ লাইনসের উপপরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ছিলেন তাইম। এই ঘটনায় তাইমের মা পারভীন আক্তার বাদী হয়ে ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত থাকবেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।