সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর

- আপডেট সময় ১১:৪৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / 3
বংশাল থানায় দায়ের করা শেখ মেহেদী হাসান জুনায়েদ মোস্তাকীন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। সকালেই জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির করা হলে তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১২ এপ্রিল মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পরিদর্শক তাপস চন্দ্র পণ্ডিত পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির জন্য ১৪ মে তারিখ নির্ধারণ করেন। উল্লেখ্য, গত বছরের ১ অক্টোবর জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয় এবং তিনি তখন থেকেই কারাগারে রয়েছেন।
মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকায় ছাত্র-জনতার একটি মিছিলে শেখ মেহেদী হাসান জুনায়েদ মোস্তাকীন অংশ নেন। ওই সময় মিছিলকারীদের ওপর আসামিপক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এতে মাথায় গুলিবিদ্ধ হন শেখ জুনায়েদ।
তাকে দ্রুত উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে ৫ সেপ্টেম্বর নিহতের পরিবারের পক্ষ থেকে বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এ মামলায় এখন পর্যন্ত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পিবিআই। তদন্ত সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।