ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুরিপানার নিচে শিশুর মরদেহ জয়পুরহাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১ জন সিলেট-সুনামগঞ্জ সীমান্ত ৫৫ বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে: অন্তর্বর্তী সরকার ট্রাম্প প্রশাসন পুড়িয়ে ফেলছে ৫০০ টন জরুরি খাদ্য গোপালগঞ্জ যেন মুজিববাদীদের ঘাঁটি না হয়ে ওঠে: ঘোষণা নাহিদ ইসলামের গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল ও দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক এনসিপির উত্তেজনায় রণক্ষেত্রে পরিণত গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা রাজনৈতিক নয়, ব্যক্তিগত ও ব্যবসায়িক দ্বন্দ্বে: ডিএমপি

সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুবরণকারী দুজনই নারী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৬০ জনের। তাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ২৯ জন নারী।

নতুন আক্রান্তদের মধ্যে ২৪৭ জনই ঢাকার বাইরের বিভিন্ন জেলার। বাকিরা ঢাকায় চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৯০৬ জনে। এর মধ্যে ৯ হাজার ৩৪৮ জন পুরুষ এবং ৬ হাজার ৫৫৮ জন নারী।

ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে মশার বিস্তার বৃদ্ধি পাওয়ায় আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।

জনসাধারণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষ করে বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা, ফুলের টব, ছাদ কিংবা ড্রেনে পানি জমতে না দেওয়া এবং মশারি ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সিটি করপোরেশনগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শরীরে জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, গায়ে ব্যথা বা শরীরে লাল দাগ দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

জনসচেতনতা ও সরকারি উদ্যোগের সমন্বয়েই কেবল ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১ জন

আপডেট সময় ০৬:৪৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

 

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুবরণকারী দুজনই নারী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৬০ জনের। তাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ২৯ জন নারী।

নতুন আক্রান্তদের মধ্যে ২৪৭ জনই ঢাকার বাইরের বিভিন্ন জেলার। বাকিরা ঢাকায় চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৯০৬ জনে। এর মধ্যে ৯ হাজার ৩৪৮ জন পুরুষ এবং ৬ হাজার ৫৫৮ জন নারী।

ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে মশার বিস্তার বৃদ্ধি পাওয়ায় আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।

জনসাধারণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষ করে বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা, ফুলের টব, ছাদ কিংবা ড্রেনে পানি জমতে না দেওয়া এবং মশারি ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সিটি করপোরেশনগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শরীরে জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, গায়ে ব্যথা বা শরীরে লাল দাগ দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

জনসচেতনতা ও সরকারি উদ্যোগের সমন্বয়েই কেবল ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।