০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
প্রকৃতির হাতে আঁকা ভূমি: নর্থ ডাকোটা ব্যাডল্যান্ড সাংবাদিকতার স্বাধীনতা টিকিয়ে রাখতে আর্থিক ও বুদ্ধিবৃত্তিক স্বনির্ভরতা জরুরি: শফিক রেহমান হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান

শ্রদ্ধা ও প্রার্থনায় বিএনপি: স্বাধীনতা দিবসে জিয়ার সমাধিতে নেতাকর্মীদের উপস্থিতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / 125

ছবি সংগৃহীত

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৬ মার্চ) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে তাঁরা এ শ্রদ্ধা জানান।

সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগরের দুই ইউনিটের শীর্ষস্থানীয় নেতারা একযোগে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জিয়া পরিবারসহ জাতির শান্তি ও অগ্রগতির জন্য অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত।

বিজ্ঞাপন

শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিব উন নবী খান সোহেল, আমিনুল হক, রফিকুল আলম মজনু, ডা. রফিকুল ইসলামসহ আরও অনেক নেতা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর নেতারা সাংবাদিকদের বলেন, “শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক, তাঁর আদর্শেই আমরা গণতন্ত্র ও জাতীয় স্বাধীনতা রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছি।” তাঁরা আরও বলেন, “বর্তমান সময়ে গণতন্ত্র চরমভাবে হুমকির মুখে, জনগণের অধিকার ফিরিয়ে আনতেই আমাদের চলমান আন্দোলন।”

পরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে ফুল দিয়ে প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানান। পুরো কর্মসূচিতে ছিল শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ, যেখানে দলের কর্মীরা জিয়ার আদর্শ অনুসরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

স্বাধীনতা দিবসে বিএনপির এই কর্মসূচি শুধু স্মরণ নয়, বরং এক প্রতিজ্ঞা জাতির গণতান্ত্রিক অধিকার রক্ষায় শহীদ জিয়ার চেতনা বুকে ধারণ করে এগিয়ে যাওয়া।

 

নিউজটি শেয়ার করুন

শ্রদ্ধা ও প্রার্থনায় বিএনপি: স্বাধীনতা দিবসে জিয়ার সমাধিতে নেতাকর্মীদের উপস্থিতি

আপডেট সময় ০৩:৩৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৬ মার্চ) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে তাঁরা এ শ্রদ্ধা জানান।

সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগরের দুই ইউনিটের শীর্ষস্থানীয় নেতারা একযোগে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জিয়া পরিবারসহ জাতির শান্তি ও অগ্রগতির জন্য অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত।

বিজ্ঞাপন

শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিব উন নবী খান সোহেল, আমিনুল হক, রফিকুল আলম মজনু, ডা. রফিকুল ইসলামসহ আরও অনেক নেতা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর নেতারা সাংবাদিকদের বলেন, “শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক, তাঁর আদর্শেই আমরা গণতন্ত্র ও জাতীয় স্বাধীনতা রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছি।” তাঁরা আরও বলেন, “বর্তমান সময়ে গণতন্ত্র চরমভাবে হুমকির মুখে, জনগণের অধিকার ফিরিয়ে আনতেই আমাদের চলমান আন্দোলন।”

পরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে ফুল দিয়ে প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানান। পুরো কর্মসূচিতে ছিল শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ, যেখানে দলের কর্মীরা জিয়ার আদর্শ অনুসরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

স্বাধীনতা দিবসে বিএনপির এই কর্মসূচি শুধু স্মরণ নয়, বরং এক প্রতিজ্ঞা জাতির গণতান্ত্রিক অধিকার রক্ষায় শহীদ জিয়ার চেতনা বুকে ধারণ করে এগিয়ে যাওয়া।