ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
আকাশে বিরল বিস্ফোরণের দৃশ্য: আজ দেখা যেতে পারে ‘নোভা’র চমক গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক: ট্রাম্পের ঘোষণা ঘিরে বৈশ্বিক উদ্বেগ কৃত্রিম বুদ্ধিমত্তায় সজ্জিত সুইসাইড’ বা আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা তদারকি করেলন কিম জং উন: নতুন সামরিক রূপে উত্তর কোরিয়া ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার সুপারিশে ক্ষুব্ধ দিল্লি ঈদ উৎসবে ঐতিহ্যের ছোঁয়া: উত্তরে প্রস্তুতি চলছে বর্ণিল ঈদ মিছিলের- জানালেন আসিফ মাহমুদ দুর্নীতির মামলায় জি কে শামীমের সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড, খালাস পেয়েছেন মা, বাজেয়াপ্ত ২৯৭ কোটি টাকা ঐতিহ্য আর ভক্তির মিলনমেলা—তিতাস নদীতে গঙ্গাস্নান ও লোকজ উৎসব ভারত থেকে আসল আরও ৯ হাজার ৫০০ মেট্রিক টন চাল, মোট আমদানির পরিমাণ ছাড়াল প্রায় ৩ লাখ টন এশিয়ার অভিন্ন ভবিষ্যৎ গঠনে যৌথ রোডম্যাপের আহ্বান ড. ইউনূসের ঈদের ৯ দিনের ছুটি, তবুও স্থবির হবে না অর্থনীতি: ড. সালেহউদ্দিন

ব্যাংক খালি, রিজার্ভ ঝুঁকিতে: টাকা ছাপিয়েও সামাল দেওয়া কঠিন: পরিকল্পনা উপদেষ্টা

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

টাকা ছাপিয়েও দেশের ব্যাংক খাতে সঙ্কট সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে বিপুল অর্থ ছাপানো হচ্ছে, তবু সংকট কাটছে না।

সোমবার (২৪ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ওয়াহিদউদ্দিন বলেন, “ব্যাংকগুলোর অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সরকার টাকা ছাপিয়েও পরিস্থিতি সামাল দিতে পারছে না। বিদেশে অর্থ পাচার ও নিয়ন্ত্রণহীন খরচের কারণে রিজার্ভের ওপরও চাপ পড়ছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন। তবে আশার কথা, রপ্তানি আয় কিছুটা বেড়েছে এবং প্রবাসী আয়ও ‍উর্ধ্বমুখী। হুন্ডি ব্যবসা কমায় বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক।”

দেশের অভ্যন্তরীণ বাজার নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, “পণ্যের দাম কিছুটা কমেছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা। তবে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে পরিকল্পনা কমিশনসহ অর্থনৈতিক খাতগুলোতে আরও স্বচ্ছতা আনতে হবে।”

তিনি উল্লেখ করেন, “যত বেশি অনিয়ম প্রকাশ্যে আসবে, ততই জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়বে। আগের সরকার যেভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল, তাতে অর্থনীতি মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছিল। ব্যাংকগুলো খালি হয়ে বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।”

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা মুহিব।

বিশ্লেষকদের মতে, ড. মাহমুদের বক্তব্য থেকে স্পষ্ট যে, কাগজে ছাপানো টাকা দিয়ে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়। কাঠামোগত সংস্কার ছাড়া সামনে কঠিন সময় অপেক্ষা করছে বাংলাদেশের ব্যাংক খাত ও অর্থনীতির জন্য।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
৫০৫ বার পড়া হয়েছে

ব্যাংক খালি, রিজার্ভ ঝুঁকিতে: টাকা ছাপিয়েও সামাল দেওয়া কঠিন: পরিকল্পনা উপদেষ্টা

আপডেট সময় ১০:৫৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

 

টাকা ছাপিয়েও দেশের ব্যাংক খাতে সঙ্কট সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে বিপুল অর্থ ছাপানো হচ্ছে, তবু সংকট কাটছে না।

সোমবার (২৪ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ওয়াহিদউদ্দিন বলেন, “ব্যাংকগুলোর অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সরকার টাকা ছাপিয়েও পরিস্থিতি সামাল দিতে পারছে না। বিদেশে অর্থ পাচার ও নিয়ন্ত্রণহীন খরচের কারণে রিজার্ভের ওপরও চাপ পড়ছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন। তবে আশার কথা, রপ্তানি আয় কিছুটা বেড়েছে এবং প্রবাসী আয়ও ‍উর্ধ্বমুখী। হুন্ডি ব্যবসা কমায় বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক।”

দেশের অভ্যন্তরীণ বাজার নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, “পণ্যের দাম কিছুটা কমেছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা। তবে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে পরিকল্পনা কমিশনসহ অর্থনৈতিক খাতগুলোতে আরও স্বচ্ছতা আনতে হবে।”

তিনি উল্লেখ করেন, “যত বেশি অনিয়ম প্রকাশ্যে আসবে, ততই জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়বে। আগের সরকার যেভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল, তাতে অর্থনীতি মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছিল। ব্যাংকগুলো খালি হয়ে বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।”

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা মুহিব।

বিশ্লেষকদের মতে, ড. মাহমুদের বক্তব্য থেকে স্পষ্ট যে, কাগজে ছাপানো টাকা দিয়ে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়। কাঠামোগত সংস্কার ছাড়া সামনে কঠিন সময় অপেক্ষা করছে বাংলাদেশের ব্যাংক খাত ও অর্থনীতির জন্য।