ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৬ জন হত্যা ও খুন মামলাসহ পুরনো মামলা দ্রুত নিষ্পত্তি হবে: অ্যাটর্নি জেনারেল বিদেশফেরত রংমিস্ত্রি থেকে সফল কৃষি উদ্যোক্তা: আফজাল শেখের রাম্বুটান বিপ্লব কলটি বিবিসি উদ্ধার করেনি, এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি: চিফ প্রসিকিউটর ১ লাখ শিক্ষক নিয়োগে পুলিশের ভেরিফিকেশন: শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের না বলুন, যারা ওদের পক্ষে তাঁদের বয়কট করুন: নাহিদ ইসলাম রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত দুই পাইলট বাগেরহাটে ডাকাতিকৃত মালামাল সহ ৭ ডাকাত আটক বাংলাদেশ-চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারতীয় প্রতিরক্ষা প্রধান গুম তদন্ত কমিশনের সঙ্গে ইউভিইডির বৈঠক, নিখোঁজ ২০০ জনের তালিকা হস্তান্তর

জালেমদের বিচার দ্রুত নিশ্চিতের দাবি জামায়াত আমিরের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 34

ছবি: সংগৃহীত

 

জালেমদের বিচারের দাবিতে কঠোর অবস্থান নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্রজনতার রক্ত ঝরানোর ষড়যন্ত্রকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের বিচার বাংলাদেশের প্রচলিত আইনে দ্রুত সম্পন্ন করা প্রয়োজন।

সোমবার দুপুরে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামের সামনে জেলা জামায়াত আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, শহীদরা কারও ব্যক্তিগত সম্পদ নয়, তারা এ জাতির গৌরব। শহীদদের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে, যা জামায়াত ইসলামী সর্বদা পালন করবে। তিনি শহীদ সেলিম তালুকদারের নবজাতক কন্যাকে দেখতে গিয়ে বলেন, “আমরা তার নাম রেখেছি সাইমা সেলিম রোজা। তার লালন-পালন, শিক্ষা, চিকিৎসা ও ভবিষ্যৎ জীবনের দায়িত্ব আমরা নিব।”

তিনি আরও বলেন, “আমরা এমন এক মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষ অন্যের দুঃখ-কষ্টে পাশে দাঁড়াবে। জনগণের সহায়তায় সরকার একটি কল্যাণকর ও মানবিক রাষ্ট্র গড়ে তুলবে, যা কোরআনের ভিত্তিতে পরিচালিত হবে।”

আগামী নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “জামায়াতকে নির্বাচিত করলে দলের নেতাকর্মীদের ব্যক্তিগত সম্পদ বাড়বে না, বরং আখেরাতের পূণ্য অর্জিত হবে।”

পথসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল সৈয়দ মোয়াজ্জেম হোসাইন হেলাল, ঝালকাঠি-২ আসনের প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এবং বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার।

সভায় নেতাকর্মীরা মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয়ে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

জালেমদের বিচার দ্রুত নিশ্চিতের দাবি জামায়াত আমিরের

আপডেট সময় ০৪:৪৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

 

জালেমদের বিচারের দাবিতে কঠোর অবস্থান নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্রজনতার রক্ত ঝরানোর ষড়যন্ত্রকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের বিচার বাংলাদেশের প্রচলিত আইনে দ্রুত সম্পন্ন করা প্রয়োজন।

সোমবার দুপুরে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামের সামনে জেলা জামায়াত আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, শহীদরা কারও ব্যক্তিগত সম্পদ নয়, তারা এ জাতির গৌরব। শহীদদের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে, যা জামায়াত ইসলামী সর্বদা পালন করবে। তিনি শহীদ সেলিম তালুকদারের নবজাতক কন্যাকে দেখতে গিয়ে বলেন, “আমরা তার নাম রেখেছি সাইমা সেলিম রোজা। তার লালন-পালন, শিক্ষা, চিকিৎসা ও ভবিষ্যৎ জীবনের দায়িত্ব আমরা নিব।”

তিনি আরও বলেন, “আমরা এমন এক মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষ অন্যের দুঃখ-কষ্টে পাশে দাঁড়াবে। জনগণের সহায়তায় সরকার একটি কল্যাণকর ও মানবিক রাষ্ট্র গড়ে তুলবে, যা কোরআনের ভিত্তিতে পরিচালিত হবে।”

আগামী নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “জামায়াতকে নির্বাচিত করলে দলের নেতাকর্মীদের ব্যক্তিগত সম্পদ বাড়বে না, বরং আখেরাতের পূণ্য অর্জিত হবে।”

পথসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল সৈয়দ মোয়াজ্জেম হোসাইন হেলাল, ঝালকাঠি-২ আসনের প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এবং বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার।

সভায় নেতাকর্মীরা মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয়ে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।