ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ অ-১৮ এশিয়া কাপ হকিতে জাপানের কাছে বাংলাদেশের নারী দলের বড় হার: ১১-০ গোলে বিধ্বস্ত! গাজায় আরও এক ফুটবলারের মৃত্যু, ইসরায়েলি হামলায় প্রাণ গেল মুহান্নাদের ঈদে শাকিব খানের নতুন চমক, অ্যাকশন সিনেমায় চুক্তিবদ্ধ হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন আর নেই আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড মিয়ানমারে কেএনডিএফ-এর হামলায় ভূপাতিত জান্তা সরকারের যুদ্ধবিমান বিশ্বে প্রথমবার তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো রাশিয়া শুটিংয়ের মাঝে অসুস্থ স্বস্তিকা দত্ত, হাসপাতালে ভর্তি চূড়ান্ত হলো দুই এল ক্লাসিকো, ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে ফিরছে রোমাঞ্চ

ঋণ তথ্যে ভুল দিলেই ৫ লাখ টাকা জরিমানা, শাস্তির মুখে ব্যাংকের কর্মকর্তারাও

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 37

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরো (সিআইবি)-তে ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা গুনতে হবে। একই সঙ্গে, দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং খাতের ঋণ শৃঙ্খলা বজায় রাখতে ঋণের সঠিক তথ্য সরবরাহ করা বাধ্যতামূলক। প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ঋণগ্রহীতাদের সব ধরনের ঋণতথ্য মাসিক ভিত্তিতে সিআইবি সিস্টেমে আপলোড করতে হবে। এখন থেকে এ তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে দাখিল করতে হবে, যা আগে ২০ তারিখ পর্যন্ত করা যেত।

ঋণ তথ্য আপলোডের সাত কর্মদিবসের মধ্যে কোনো অসঙ্গতি থাকলে তা সংশোধন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে হালনাগাদ না করা হলে, ব্যাখ্যাসহ কারণ তিন দিনের মধ্যে সিআইবিকে জানাতে হবে। তবে সেই ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। পাশাপাশি দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের বিশেষায়িত বিভাগ সিআইবি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণ করে। ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক ঋণগ্রহীতা আগে কোনো ঋণ গ্রহণ করেছেন কি না, পরিশোধ করেছেন কি না, অথবা খেলাপি তালিকায় আছেন কি না—এসব তথ্য সিআইবি থেকে জানা যায়। পাশাপাশি, ঋণের জামানতের তথ্যও এতে সংযুক্ত থাকে।

ব্যাংকিং খাতে স্বচ্ছতা আনতে ও ঋণপ্রক্রিয়া শৃঙ্খলিত করতে বাংলাদেশ ব্যাংকের নতুন এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

ঋণ তথ্যে ভুল দিলেই ৫ লাখ টাকা জরিমানা, শাস্তির মুখে ব্যাংকের কর্মকর্তারাও

আপডেট সময় ১০:৫৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

 

বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরো (সিআইবি)-তে ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা গুনতে হবে। একই সঙ্গে, দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং খাতের ঋণ শৃঙ্খলা বজায় রাখতে ঋণের সঠিক তথ্য সরবরাহ করা বাধ্যতামূলক। প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ঋণগ্রহীতাদের সব ধরনের ঋণতথ্য মাসিক ভিত্তিতে সিআইবি সিস্টেমে আপলোড করতে হবে। এখন থেকে এ তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে দাখিল করতে হবে, যা আগে ২০ তারিখ পর্যন্ত করা যেত।

ঋণ তথ্য আপলোডের সাত কর্মদিবসের মধ্যে কোনো অসঙ্গতি থাকলে তা সংশোধন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে হালনাগাদ না করা হলে, ব্যাখ্যাসহ কারণ তিন দিনের মধ্যে সিআইবিকে জানাতে হবে। তবে সেই ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। পাশাপাশি দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের বিশেষায়িত বিভাগ সিআইবি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণ করে। ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক ঋণগ্রহীতা আগে কোনো ঋণ গ্রহণ করেছেন কি না, পরিশোধ করেছেন কি না, অথবা খেলাপি তালিকায় আছেন কি না—এসব তথ্য সিআইবি থেকে জানা যায়। পাশাপাশি, ঋণের জামানতের তথ্যও এতে সংযুক্ত থাকে।

ব্যাংকিং খাতে স্বচ্ছতা আনতে ও ঋণপ্রক্রিয়া শৃঙ্খলিত করতে বাংলাদেশ ব্যাংকের নতুন এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।