ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের দুই দিনে ৩,৬২২ মামলা চাঁদপুরে সেরা সাঁতারু বাছাইয়ে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত, অংশগ্রহণ ২ শতাধিক সাঁতারু ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অন্তত ১৫ জন আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে সাহস জোগায়: প্রধান উপদেষ্টা হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণে ৮০০ প্রতিযোগী ইসলামবিরোধী কার্যকলাপে কঠোর অবস্থানের হুঁশিয়ারি খেলাফত আমিরের শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা, ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ জামালপুরে নগর মাতৃসদনে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু, আটক ২ নার্স দেশে করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

জেনেভায় মানবাধিকার প্রতিবেদন উপস্থাপন: বাংলাদেশের ভোটাধিকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 48

ছবি সংগৃহীত

 

বাংলাদেশের প্রত্যেক নাগরিকের ভোটাধিকারের বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বুধবার (৫ মার্চ) জেনেভায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের উপস্থিতিতে মানবাধিকার লঙ্ঘনসংক্রান্ত এক প্রতিবেদন উপস্থাপন করা হয়। ২০২৪ সালের জুলাই-আগস্টের বিক্ষোভের সময় মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিভিন্ন ঘটনা এতে তুলে ধরা হয়। প্রতিবেদন উপস্থাপনকালে সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও উপস্থিত ছিলেন।

প্রতিবেদন উত্থাপনের পর বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা বিভিন্ন মতামত ও প্রশ্ন উত্থাপন করেন। বিশেষ করে সাম্প্রতিক সংখ্যালঘু ইস্যু ও পার্বত্য চট্টগ্রামের নির্বাচন নিয়ে করা প্রশ্নের উত্তর দেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, “বাংলাদেশে কিছু রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যা মূলত দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হওয়া মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। আওয়ামী লীগ শাসনামলে যারা নির্যাতন, দমন-পীড়ন ও হত্যার সঙ্গে যুক্ত ছিল, তাদের বিরুদ্ধেই বেশিরভাগ প্রতিক্রিয়া দেখা গেছে।”

তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনাগুলোর বেশিরভাগই মুসলিমদের ওপর ঘটেছে। সংখ্যালঘুদের ওপর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও, এটিকে পরিকল্পিত সংখ্যালঘু নিপীড়ন হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি একটি রাজনৈতিক প্রতিক্রিয়ার অংশ, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংখ্যালঘু ইস্যু হিসেবে চিহ্নিত করা হচ্ছে।”

পার্বত্য চট্টগ্রামে নির্বাচন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “বাংলাদেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের যে কোনো অঞ্চলের মতো পার্বত্য চট্টগ্রামেও জনগণের ভোটাধিকারের সুরক্ষা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে একটি কমিশন গঠন করা হয়েছে, যা স্থানীয় সরকার ইস্যুতে কাজ করছে।”

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের প্রতিবেদন উপস্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আরও নিবিষ্ট হয়েছে। এতে বিভিন্ন ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

জেনেভায় মানবাধিকার প্রতিবেদন উপস্থাপন: বাংলাদেশের ভোটাধিকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

আপডেট সময় ১০:২৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

 

বাংলাদেশের প্রত্যেক নাগরিকের ভোটাধিকারের বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বুধবার (৫ মার্চ) জেনেভায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের উপস্থিতিতে মানবাধিকার লঙ্ঘনসংক্রান্ত এক প্রতিবেদন উপস্থাপন করা হয়। ২০২৪ সালের জুলাই-আগস্টের বিক্ষোভের সময় মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিভিন্ন ঘটনা এতে তুলে ধরা হয়। প্রতিবেদন উপস্থাপনকালে সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও উপস্থিত ছিলেন।

প্রতিবেদন উত্থাপনের পর বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা বিভিন্ন মতামত ও প্রশ্ন উত্থাপন করেন। বিশেষ করে সাম্প্রতিক সংখ্যালঘু ইস্যু ও পার্বত্য চট্টগ্রামের নির্বাচন নিয়ে করা প্রশ্নের উত্তর দেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, “বাংলাদেশে কিছু রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যা মূলত দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হওয়া মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। আওয়ামী লীগ শাসনামলে যারা নির্যাতন, দমন-পীড়ন ও হত্যার সঙ্গে যুক্ত ছিল, তাদের বিরুদ্ধেই বেশিরভাগ প্রতিক্রিয়া দেখা গেছে।”

তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনাগুলোর বেশিরভাগই মুসলিমদের ওপর ঘটেছে। সংখ্যালঘুদের ওপর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও, এটিকে পরিকল্পিত সংখ্যালঘু নিপীড়ন হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি একটি রাজনৈতিক প্রতিক্রিয়ার অংশ, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংখ্যালঘু ইস্যু হিসেবে চিহ্নিত করা হচ্ছে।”

পার্বত্য চট্টগ্রামে নির্বাচন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “বাংলাদেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের যে কোনো অঞ্চলের মতো পার্বত্য চট্টগ্রামেও জনগণের ভোটাধিকারের সুরক্ষা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে একটি কমিশন গঠন করা হয়েছে, যা স্থানীয় সরকার ইস্যুতে কাজ করছে।”

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের প্রতিবেদন উপস্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আরও নিবিষ্ট হয়েছে। এতে বিভিন্ন ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।