ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের মানচিত্রে অন্তর্ভুক্তি আমাদের লক্ষ্য: জয়শঙ্কর ব্রিসবেনে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আলফ্রেড’ এর আগমন: সতর্কতায় স্তব্ধ শহর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা, যুক্তরাজ্যে চাঞ্চল্য যুক্তরাষ্ট্রে অবৈধ অবস্থানে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু সম্পদের হিসাব না দেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে: জনপ্রশাসন মন্ত্রণালয় কুমিল্লার গোমতী চরের মিষ্টিকুমড়ার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি প্রতিদিন কাঁচা রসুন খাওয়ার উপকারিতা ফেব্রুয়ারিতে রেমিট্যান্সের রেকর্ড, যুক্তরাষ্ট্র শীর্ষে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন নিয়ে মোদি সরকারের ভাবনা যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি: সাবেক রাষ্ট্রদূত ড্যানিলোভিজ আফ্রিকাকে কাঁদিয়ে ফাইনালে নিউজিল্যান্ড – সেঞ্চুরির পরও হার, ব্যর্থ মিলারের লড়াই

শিক্ষা উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের নতুন মুখ অধ্যাপক সি আর আবরার, আজ শপথ গ্রহন

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যোগ দিচ্ছেন। আজ (বুধবার) সকাল ১১টায় তিনি শপথ নেবেন। তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বর্তমানে এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

শফিকুল আলম জানান, অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ দীর্ঘদিন ধরে পরিকল্পনা মন্ত্রণালয়ের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন। তবে পরিকল্পনা মন্ত্রণালয়ের বড় দায়িত্বের কারণে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ফলে সরকার অধ্যাপক সি আর আবরারকে শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অধ্যাপক হিসেবে পরিচিত সি আর আবরার শিক্ষাক্ষেত্রে তার গবেষণা ও নীতি-নির্ধারণী কাজের জন্য সুপরিচিত। তার অন্তর্ভুক্তি শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও উন্নত করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অধ্যাপক আবরারের শপথ গ্রহণের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আরও শক্তিশালী হচ্ছে। এই সরকারের উপদেষ্টা পরিষদে ইতোমধ্যে রয়েছেন সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ফারুক–ই–আজম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হোসেন, ফরিদা আখতার, নুরজাহান বেগম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম, মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। নতুন এই সরকারের লক্ষ্য হলো রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। বিশেষজ্ঞরা বলছেন, সি আর আবরারের অন্তর্ভুক্তি শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
৫১৪ বার পড়া হয়েছে

শিক্ষা উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের নতুন মুখ অধ্যাপক সি আর আবরার, আজ শপথ গ্রহন

আপডেট সময় ১০:৪৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যোগ দিচ্ছেন। আজ (বুধবার) সকাল ১১টায় তিনি শপথ নেবেন। তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বর্তমানে এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

শফিকুল আলম জানান, অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ দীর্ঘদিন ধরে পরিকল্পনা মন্ত্রণালয়ের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন। তবে পরিকল্পনা মন্ত্রণালয়ের বড় দায়িত্বের কারণে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ফলে সরকার অধ্যাপক সি আর আবরারকে শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অধ্যাপক হিসেবে পরিচিত সি আর আবরার শিক্ষাক্ষেত্রে তার গবেষণা ও নীতি-নির্ধারণী কাজের জন্য সুপরিচিত। তার অন্তর্ভুক্তি শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও উন্নত করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অধ্যাপক আবরারের শপথ গ্রহণের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আরও শক্তিশালী হচ্ছে। এই সরকারের উপদেষ্টা পরিষদে ইতোমধ্যে রয়েছেন সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ফারুক–ই–আজম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হোসেন, ফরিদা আখতার, নুরজাহান বেগম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম, মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। নতুন এই সরকারের লক্ষ্য হলো রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। বিশেষজ্ঞরা বলছেন, সি আর আবরারের অন্তর্ভুক্তি শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে সহায়ক হবে।