ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যম সংস্কারে ১২টি নতুন সিদ্ধান্ত, অগ্রাধিকার পাচ্ছে সাংবাদিকদের অধিকার পলিথিন বন্ধে কঠোর অভিযান শিগগিরই শুরু: পরিবেশ উপদেষ্টা বিআরটিসির দরজা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বদা খোলা: চেয়ারম্যান নীলফামারীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয়ে এসএসসিতে সবাই ফেল, বইছে সমালোচনার ঝড় নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ সশস্ত্র দস্যু নিহত সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৮৪ জন তরুণদের হতে হবে ডিজিটাল ভবিষ্যতের সহ-নির্মাতা: জাতিসংঘ মহাসচিব লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মোংলা বন্দরে রেকর্ড রাজস্ব আদায় ও জাহাজ আগমন ইসির তফসিলে যুক্ত হচ্ছে আরও ৪৬টি প্রতীক, তফসিলে মোট সংখ্যা দাঁড়াবে ১১৫ এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ জুলাই থেকে

২ মার্চ ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকা: নির্বাচন কমিশন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 62

ছবি সংগৃহীত

 

আগামীকাল রোববার (২ মার্চ) নির্বাচন কমিশন প্রকাশ করবে গত বছরের হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে জুন পর্যন্ত। আইনি জটিলতা সত্ত্বেও, নির্বাচন কমিশন নির্বাচন তফসিল ঘোষণার আগে যারা নতুন ভোটার হবেন, তাদের ভোট দেয়ার সুযোগ নিশ্চিত করতে চায়।

২০২৪ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, ১৮ লাখ ৩৩ হাজার নতুন ভোটারের অন্তর্ভুক্তি ঘটেছে। এই তালিকা প্রকাশের পর মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে তালিকাটি আরও নিখুঁত করা হচ্ছে।

নির্বাচন কমিশন জানাচ্ছে, যদি সবকিছু সঠিকভাবে সম্পন্ন হয়, তবে প্রায় ৬২ লাখ নতুন ভোটার যুক্ত হবে ভোটার তালিকায়। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫৪ লাখ ৯২ হাজার নাগরিক নতুন ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে মৃত ভোটার বাদ পড়েছে প্রায় ১৭ লাখ।

এদিকে, ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হলেও, ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনা হবে। নতুন ভোটারদের জন্য সময়সীমা নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নেয়া হবে। এছাড়া, ৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

২ মার্চ ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকা: নির্বাচন কমিশন

আপডেট সময় ১২:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

 

আগামীকাল রোববার (২ মার্চ) নির্বাচন কমিশন প্রকাশ করবে গত বছরের হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে জুন পর্যন্ত। আইনি জটিলতা সত্ত্বেও, নির্বাচন কমিশন নির্বাচন তফসিল ঘোষণার আগে যারা নতুন ভোটার হবেন, তাদের ভোট দেয়ার সুযোগ নিশ্চিত করতে চায়।

২০২৪ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, ১৮ লাখ ৩৩ হাজার নতুন ভোটারের অন্তর্ভুক্তি ঘটেছে। এই তালিকা প্রকাশের পর মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে তালিকাটি আরও নিখুঁত করা হচ্ছে।

নির্বাচন কমিশন জানাচ্ছে, যদি সবকিছু সঠিকভাবে সম্পন্ন হয়, তবে প্রায় ৬২ লাখ নতুন ভোটার যুক্ত হবে ভোটার তালিকায়। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫৪ লাখ ৯২ হাজার নাগরিক নতুন ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে মৃত ভোটার বাদ পড়েছে প্রায় ১৭ লাখ।

এদিকে, ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হলেও, ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনা হবে। নতুন ভোটারদের জন্য সময়সীমা নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নেয়া হবে। এছাড়া, ৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।