ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ইদ/রোজা হয় কেন? বাংলাদেশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে রোজা শুরু যুক্তরাষ্ট্রের সামগ্রিক সহায়তা বন্ধের হুমকি, সংকটে ইউক্রেন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের লবিং: সিরিয়াকে দুর্বল ও বিভক্ত রাখার নতুন কৌশল অবলম্বন সীমাহীন জ্বালানির সন্ধানে চীনের যুগান্তকারী আবিষ্কার! চলবে ৬০ হাজার বছর সীমান্ত হত্যা বন্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি বিজিবি প্রধানের শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন শিগগিরই, দেড় মাসের মধ্যে বিচার কার্যক্রম শুরু করা সম্ভব: চিফ প্রসিকিউটর উত্তরাখণ্ডে তুষারধসের আঘাতে নিহত ৪, এখনো নিখোঁজ ৫ – উদ্ধার অভিযানে হেলিকপ্টার ডিজেল-কেরোসিন ও পেট্রল-অকটেনের মূল্য পুনঃনির্ধারণ করে সরকারী প্রজ্ঞাপন জারি মেটার নতুন এআই অ্যাপ: চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি

২ মার্চ ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকা: নির্বাচন কমিশন

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

আগামীকাল রোববার (২ মার্চ) নির্বাচন কমিশন প্রকাশ করবে গত বছরের হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে জুন পর্যন্ত। আইনি জটিলতা সত্ত্বেও, নির্বাচন কমিশন নির্বাচন তফসিল ঘোষণার আগে যারা নতুন ভোটার হবেন, তাদের ভোট দেয়ার সুযোগ নিশ্চিত করতে চায়।

২০২৪ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, ১৮ লাখ ৩৩ হাজার নতুন ভোটারের অন্তর্ভুক্তি ঘটেছে। এই তালিকা প্রকাশের পর মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে তালিকাটি আরও নিখুঁত করা হচ্ছে।

নির্বাচন কমিশন জানাচ্ছে, যদি সবকিছু সঠিকভাবে সম্পন্ন হয়, তবে প্রায় ৬২ লাখ নতুন ভোটার যুক্ত হবে ভোটার তালিকায়। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫৪ লাখ ৯২ হাজার নাগরিক নতুন ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে মৃত ভোটার বাদ পড়েছে প্রায় ১৭ লাখ।

এদিকে, ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হলেও, ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনা হবে। নতুন ভোটারদের জন্য সময়সীমা নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নেয়া হবে। এছাড়া, ৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
৫০৭ বার পড়া হয়েছে

২ মার্চ ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকা: নির্বাচন কমিশন

আপডেট সময় ১২:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

 

আগামীকাল রোববার (২ মার্চ) নির্বাচন কমিশন প্রকাশ করবে গত বছরের হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে জুন পর্যন্ত। আইনি জটিলতা সত্ত্বেও, নির্বাচন কমিশন নির্বাচন তফসিল ঘোষণার আগে যারা নতুন ভোটার হবেন, তাদের ভোট দেয়ার সুযোগ নিশ্চিত করতে চায়।

২০২৪ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, ১৮ লাখ ৩৩ হাজার নতুন ভোটারের অন্তর্ভুক্তি ঘটেছে। এই তালিকা প্রকাশের পর মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে তালিকাটি আরও নিখুঁত করা হচ্ছে।

নির্বাচন কমিশন জানাচ্ছে, যদি সবকিছু সঠিকভাবে সম্পন্ন হয়, তবে প্রায় ৬২ লাখ নতুন ভোটার যুক্ত হবে ভোটার তালিকায়। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫৪ লাখ ৯২ হাজার নাগরিক নতুন ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে মৃত ভোটার বাদ পড়েছে প্রায় ১৭ লাখ।

এদিকে, ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হলেও, ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনা হবে। নতুন ভোটারদের জন্য সময়সীমা নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নেয়া হবে। এছাড়া, ৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।