ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের সামরিক শক্তি প্রদর্শনে শুরু হচ্ছে বৃহৎ মহড়া তাসমান সাগরে চীনের সামরিক মহড়া, উড়োজাহাজের রুট পরিবর্তন ক্রিপ্টো দুনিয়ার সবচেয়ে বড় হ্যাক: Bybit থেকে উধাও ১.৪৬ বিলিয়ন ডলার! রংপুরে সরকারি ও বেসরকারি মেডিকেল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, সড়ক অবরোধ পেরুর শপিং সেন্টারে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪ সুনামগঞ্জে শিরনি নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, ৩০ জন আহত পরিবেশ রক্ষাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে: পরিবেশ উপদেষ্টা সুযোগ পেলে রাষ্ট্র পুনর্গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: তারেক রহমান তেঁতুল কাঠের ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেলের পুষ্টিগুণ, উপকারিতা ও চেনার উপায় ডিপিএলে ২০২৫ মৌসুমে নাম তুললেন সাকিব, তবে কি দেশে ফেরার ইঙ্গিত?

সাবেক মেয়র আতিকসহ ৫ আ.লীগ নেতাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

উত্তরা এলাকায় ২০২১ সালের জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ পাঁচ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদালতে উপস্থিত করা হয় আওয়ামী লীগের পাঁচ নেতাকে, তবে সাবেক মেয়র আতিকুল ইসলামকে প্রথমে হাজির করা নিয়ে সন্দেহ তৈরি হয়। প্রাথমিকভাবে, আতিককে অন্য একটি মামলায় ডিবি রিমান্ডে থাকার কারণে তাকে হাজির করা সম্ভব হয়নি। পরে, ট্রাইব্যুনাল নির্দেশ দেন তাকে দুপুরে হাজির করার জন্য। অতঃপর, বেলা ১টায় আতিকুল ইসলাম আদালতে উপস্থিত হন।

এই গ্রেপ্তার ও হাজিরি ১১ ফেব্রুয়ারি, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের আদেশের পরিপ্রেক্ষিতে ঘটেছে।

উল্লেখ্য, সাবেক মেয়র আতিকুল ইসলাম ছাড়াও গ্রেপ্তার হওয়া অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন, এবং ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন।

গণ অভ্যুত্থানের সময়, ঢাকার উত্তরা এলাকায় প্রায় ২০০ জন নিহত হওয়ার অভিযোগ রয়েছে। সাবেক মেয়র আতিকুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের নির্দেশনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এই পাঁচ নেতা সরাসরি ঘটনার স্থলে গিয়ে হত্যাকাণ্ড ঘটানোর নির্দেশ বাস্তবায়ন করেন। এ বিষয়ে তাদের বিরুদ্ধে শুনানি চলছে।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
৫১৯ বার পড়া হয়েছে

সাবেক মেয়র আতিকসহ ৫ আ.লীগ নেতাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

আপডেট সময় ০৬:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

 

উত্তরা এলাকায় ২০২১ সালের জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ পাঁচ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদালতে উপস্থিত করা হয় আওয়ামী লীগের পাঁচ নেতাকে, তবে সাবেক মেয়র আতিকুল ইসলামকে প্রথমে হাজির করা নিয়ে সন্দেহ তৈরি হয়। প্রাথমিকভাবে, আতিককে অন্য একটি মামলায় ডিবি রিমান্ডে থাকার কারণে তাকে হাজির করা সম্ভব হয়নি। পরে, ট্রাইব্যুনাল নির্দেশ দেন তাকে দুপুরে হাজির করার জন্য। অতঃপর, বেলা ১টায় আতিকুল ইসলাম আদালতে উপস্থিত হন।

এই গ্রেপ্তার ও হাজিরি ১১ ফেব্রুয়ারি, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের আদেশের পরিপ্রেক্ষিতে ঘটেছে।

উল্লেখ্য, সাবেক মেয়র আতিকুল ইসলাম ছাড়াও গ্রেপ্তার হওয়া অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন, এবং ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন।

গণ অভ্যুত্থানের সময়, ঢাকার উত্তরা এলাকায় প্রায় ২০০ জন নিহত হওয়ার অভিযোগ রয়েছে। সাবেক মেয়র আতিকুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের নির্দেশনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এই পাঁচ নেতা সরাসরি ঘটনার স্থলে গিয়ে হত্যাকাণ্ড ঘটানোর নির্দেশ বাস্তবায়ন করেন। এ বিষয়ে তাদের বিরুদ্ধে শুনানি চলছে।