০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

সাবেক মেয়র আতিকসহ ৫ আ.লীগ নেতাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 77

ছবি সংগৃহীত

 

উত্তরা এলাকায় ২০২১ সালের জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ পাঁচ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদালতে উপস্থিত করা হয় আওয়ামী লীগের পাঁচ নেতাকে, তবে সাবেক মেয়র আতিকুল ইসলামকে প্রথমে হাজির করা নিয়ে সন্দেহ তৈরি হয়। প্রাথমিকভাবে, আতিককে অন্য একটি মামলায় ডিবি রিমান্ডে থাকার কারণে তাকে হাজির করা সম্ভব হয়নি। পরে, ট্রাইব্যুনাল নির্দেশ দেন তাকে দুপুরে হাজির করার জন্য। অতঃপর, বেলা ১টায় আতিকুল ইসলাম আদালতে উপস্থিত হন।

বিজ্ঞাপন

এই গ্রেপ্তার ও হাজিরি ১১ ফেব্রুয়ারি, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের আদেশের পরিপ্রেক্ষিতে ঘটেছে।

উল্লেখ্য, সাবেক মেয়র আতিকুল ইসলাম ছাড়াও গ্রেপ্তার হওয়া অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন, এবং ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন।

গণ অভ্যুত্থানের সময়, ঢাকার উত্তরা এলাকায় প্রায় ২০০ জন নিহত হওয়ার অভিযোগ রয়েছে। সাবেক মেয়র আতিকুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের নির্দেশনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এই পাঁচ নেতা সরাসরি ঘটনার স্থলে গিয়ে হত্যাকাণ্ড ঘটানোর নির্দেশ বাস্তবায়ন করেন। এ বিষয়ে তাদের বিরুদ্ধে শুনানি চলছে।

 

নিউজটি শেয়ার করুন

সাবেক মেয়র আতিকসহ ৫ আ.লীগ নেতাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

আপডেট সময় ০৬:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

 

উত্তরা এলাকায় ২০২১ সালের জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ পাঁচ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদালতে উপস্থিত করা হয় আওয়ামী লীগের পাঁচ নেতাকে, তবে সাবেক মেয়র আতিকুল ইসলামকে প্রথমে হাজির করা নিয়ে সন্দেহ তৈরি হয়। প্রাথমিকভাবে, আতিককে অন্য একটি মামলায় ডিবি রিমান্ডে থাকার কারণে তাকে হাজির করা সম্ভব হয়নি। পরে, ট্রাইব্যুনাল নির্দেশ দেন তাকে দুপুরে হাজির করার জন্য। অতঃপর, বেলা ১টায় আতিকুল ইসলাম আদালতে উপস্থিত হন।

বিজ্ঞাপন

এই গ্রেপ্তার ও হাজিরি ১১ ফেব্রুয়ারি, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের আদেশের পরিপ্রেক্ষিতে ঘটেছে।

উল্লেখ্য, সাবেক মেয়র আতিকুল ইসলাম ছাড়াও গ্রেপ্তার হওয়া অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন, এবং ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন।

গণ অভ্যুত্থানের সময়, ঢাকার উত্তরা এলাকায় প্রায় ২০০ জন নিহত হওয়ার অভিযোগ রয়েছে। সাবেক মেয়র আতিকুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের নির্দেশনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এই পাঁচ নেতা সরাসরি ঘটনার স্থলে গিয়ে হত্যাকাণ্ড ঘটানোর নির্দেশ বাস্তবায়ন করেন। এ বিষয়ে তাদের বিরুদ্ধে শুনানি চলছে।